‘তোমাদের অনেক গোপন ভিডিয়ো আছে…আমায় ভারত ছাড়তে বাধ্য কোরো না’

শনিবার এক টুইটে নিজেকে চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের সঙ্গে তুলনা করে কেআরকে লেখেন, "যেভাবে বলিউড আমায় বিরক্ত করছে হয়তো আমাকে ভারত ছেড়ে চলে যেতে হতে পারে।"

'তোমাদের অনেক গোপন ভিডিয়ো আছে...আমায় ভারত ছাড়তে বাধ্য কোরো না'
সলমন এবং গোবিন্দার সঙ্গেও বিতর্কে জড়িয়েছেন কেআরকে (মাঝখানে)।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2021 | 4:04 PM

নিজেকে সমালোচক বলে দাবি করা কমল আর খান ওরফে কেআরকে’কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এ বার ভারত ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। একইসঙ্গে বলিপাড়ার তামাম স্টারদের প্রতি তাঁর হুঁশিয়ারি তিনি যদি দেশ ছাড়েন তবে বিপদ তাঁদের।

শনিবার এক টুইটে নিজেকে চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের সঙ্গে তুলনা করে কেআরকে লেখেন, “যেভাবে বলিউড আমায় বিরক্ত করছে হয়তো আমাকে ভারত ছেড়ে চলে যেতে হতে পারে।” তবে এর পরমুহূর্তেই অন্য এক টুইটে কেআরকে’র হুঁশিয়ারি, ” যে মুহূর্তে আমি ভারত ছেড়ে দেব সেই মুহূর্তে ভারতের আর কোনও আইন আমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না।” তাঁর দাবি তাঁর কাছে নাকি বলিসেলেবদের এমন সব গোপনীয় ভিডিয়ো এবং সিক্রেট রয়েছে দেশের বাইরে গেলে যা তিনি ধুমধাম করে প্রকাশ করবেন। তাই তাঁকে যেন ভারত ছাড়তে বাধ্য না করা হয় সে ব্যাপারে কার্যত হুমকি দিয়ে রাখলেন কেআরকে।

আরও পড়ুন- আবারও শুরু হতে চলেছে শুটিং, তবে বহাল থাকবে একগুচ্ছ নিয়ম

কিছুদিন আগে সলমন খান এবং তাঁর সমর্থকদের সঙ্গে এক বিরোধ সৃষ্টি হয় কমলের। সলমন খান অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার সমালোচনা করেন কামাল খান। আর সেই সমালোচনায় বেজায় চটেছেন ‘ভাইজান’। তাঁর আইনজীবি কামাল আর খানকে আইনি নোটিশ পাঠিয়েছে। কামাল আর খান নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই নোটিশের ছবি শেয়ার করে লেখেন, ‘প্রিয় সলমন খান, এই মানহানির মামলাই প্রমাণ করে আপনি কতটা হতাশ এবং একই সঙ্গে নিরাশায় ভুগছেন। আমি আমার অনুগামীদের জন্যে রিভিউ লিখি, এটাই আমার কাজ। আমাকে রিভিউ লেখা থেকে আটকানোর চেয়ে আপনি বরং ভালো ফিল্ম তৈরির দিকে মন দিন। আমি সত্যের জন্যে লড়াই করি। মামলার জন্যে অনেক ধন্যবাদ।’

এর আগে কামাল তাঁকে সমর্থন করার জন্য টুইটের মাধ্যমে ‘গোবিন্দা’-কে ধন্যবাদ জানিয়েছেন। তবে অভিনেতা গোবিন্দা স্পষ্ট করে দিয়েছিলেন যে কমলের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ হয়নি। পরে কামাল আরেক টুইট বার্তায় বলেন যে তিনি যে ‘গোবিন্দা’র কথা বলছিলেন তিনি আসলে একই নামের এক বন্ধু। গায়ক মিকা সিংয়ের সঙ্গেও প্রকাশ্যে বিতণ্ডায় জড়িয়েছেন এই স্বঘোষিত চিত্র সমালোচক।