প্রথমে গরম, পরে নরম। তারপর ফের গরম। ঠিক এই সুরেই নিজের অভিব্যক্তি বেঁধেছেন বলিউড অভিনেতা কমল আর খান। সলমন খান তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার পর প্রথমে ভাইজানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন কমল। পরে সলমনের বাবা সেলিম খানের কাছে মামলা তুলে নেওয়ার অনুরোধ জানান। আর এ বার সলমনকে রাস্তায় টেনে নামানোর হুমকি দিলেন কমল।
কমল সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, সলমন নাকি অনেকের কেরিয়ার শেষ করে দিয়েছেন। অমন অন্তত ২০জন অভিনেতাকে কমলকে এই বিষয়ে সমর্থন করছেন বলেও জানিয়েছেন তিনি।
Suna Hai Ki Ye Kaafi Logon Ka career Khatam Kar Chuka hai. Whoever speaks against him, he destroyed his career. But Nehle Pe Dehla Hi Hota Hai Na. I am Dehla. Main Iska Career Chaupat Karke, Isko Sadak Par Le Aaoonga.
— KRK (@kamaalrkhan) May 29, 2021
কমল সলমনকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘যে যে ওর বিরুদ্ধে কথা বলেছে, সলমন সকলের কেরিয়ার শেষ করে দিয়েছেন। আমি ওর কেরিয়ার শেষ করে দেব। ওকে রাস্তায় নামাব।’ তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে সলমন মানহানির মামলা করার পর অনেকেই নাকি তাঁকে ফোন করে তাঁর সাহসের জন্য বাহবা দিয়েছেন। তাঁরা সলমনকে সরাসরি শত্রু তৈরি করতে চান না বলে, যা করতে পারেননি, তা কমল করছেন বলে নাকি অভিনন্দন জানিয়েছেন।
সলমনের টিমের তরফে সংবাদমাধ্যমে জানানো হয়, কমল নাকি সলমনের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করেছিলেন। সে কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর সঙ্গে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর রিভিউয়ের কোনও সম্পর্ক নেই।
Now many people are calling me from Bollywood. Many are giving suggestions on Twitter. And all are saying same thing. Ki Bhai Bachke Rahna, Ye Tumko Marwa Dega! Thank you all that You are concerned. But Main Fir Bhi Isse Nahi Darta! I will continue my fight for truth.
— KRK (@kamaalrkhan) May 29, 2021
সলমন খানের আইনজীবীদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘সলমন খান মিস্টার কমল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, এই মর্মে বেশ কয়েকটি টুইট করেছেন কমল। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর রিভিউ। কিন্তু তা সঠিক নয়। মামলা করা হয়েছে, এ কথা সত্যি। সেই নথিও কমল প্রকাশ করেছেন। কিন্তু কমল সলমনকে দুর্নীতিগ্রস্ত বলেছেন। তিনি আরও বলেন, সলমন এবং তাঁর ব্র্যান্ড “বিয়িং হিউম্যান” জালিয়াতি, ম্যানিপুলেশন এবং অর্থ পাচারের লেনদেনের সঙ্গে জড়িত, সলমন খান ফিল্মস ডাকাত বলেন তিনি। সে কারণেই এই মানহানির মামলা দায়ের করা হয়েছে।’
অন্যদিকে আদালতে কমল আর খানের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল সলমন খানের বিরুদ্ধে কোনও রকম মন্তব্য করেননি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ জুন।