AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: রণবীরের পৌরুষত্ব নিয়ে খোঁচা কঙ্গনার! বিস্ফোরক অভিযোগ করণের প্রতিও

Kangana Ranaut: সদ্য মুক্তি পেয়েছে করণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-- রয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আলিয়াকে আগেই বিঁধেছিলেন এবার রণবীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার।

Kangana Ranaut: রণবীরের পৌরুষত্ব নিয়ে খোঁচা কঙ্গনার! বিস্ফোরক অভিযোগ করণের প্রতিও
কঙ্গনা-রণবীর।
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 7:15 PM
Share

সদ্য মুক্তি পেয়েছে করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’– রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। আলিয়াকে আগেই বিঁধেছিলেন এবার রণবীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার। শুধু রণবীরই নন, কঙ্গনার অনলাইন-বাণ থেকে ছাড় পেলেন না করণ জোহরও। কী বলেছেন কঙ্গনা? রণবীর সিংয়ের স্টাইল স্টেটমেন্ট বরাবরই খানিক আলাদা। রঙবেরঙের পোশাক, স্কার্ট থেকে শুরু করে তথাকথিত ‘লেডিজ ওয়ার’ পরতেও দ্বিধাবোধ করেন না তিনি। এবার সেই ‘ড্রেসিং সেন্স’কেই হাতিয়ার করলেন কঙ্গনা।

তিনি লেখেন, “রণবীরকে আমার অনুরোধ করণ জোহরের থেকে অনুপ্রেরণা নেওয়া দয়া করে বন্ধ করো। একজন সাধারণ মানুষের মতো পোশাক পরো। যেন ধরমজি (ধর্মেন্দ্র) ও বিনোদ খান্নাজি পরতেন। একজন কার্টুনের মতো দেখতে মানুষ নিজেকে হিরো বলে দাবি করছে, এ কিছুতেই ভারতবাসীরা মেনে নিতে পারে না। দক্ষিণী হিরোদের দ্যাখো কীভাবে তাঁরা নিজেদেরকে মেলে ধরছেন। ওদের পুরুষ বলে মনে হয়। নিজের সংস্কৃতিকে এভাবে নষ্ট করো না।” এখানেই শেষ নয়, করণ জোহরকে নিয়েও বিস্ফোরক মন্তব্য তাঁর। বলেন, “দর্শকদের আর বোকা বানানো যাবে না। জঘন্য। নিজের ৯০ দশকের ছবিগুলিকে কপি করার জন্য করণ জোহরের লজ্জা হওয়া উচিৎ। ২৫০ কোটির পরিবর্তে এটা কি তৈরি করেছে সে? কে দেয় ওদের টাকা? আসল গুণী ব্যক্তিই যেখানে টাকা পায় না।” তিনি থামেননি, আরও বলেছেন কঙ্গনা। তিনি যোগ করেন, “ওই একই শাশুড়ি-বউয়ের কান্না, সেই একই নেপো কিড, সিরিয়াল বানানোর জন্য ২৫০ কোটি খরচা করেছেন করণ, কেন? নিজেকে ভারতীয় ছবির ধ্বজাধারী হিসেবে দাবি করেও এই সব ছবি বানিয়ে যাচ্ছে। সত্যিই নেওয়া যাচ্ছে না।”

প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মধ্যে দিয়েই বলিউডে পরিচালক হিসেবে কামব্যাক করেছেন করণ জোহর। এই শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর থেকেই বেশ ভালই পারফর্ম করছে এই ছবি। ছবিতে রয়েছে, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, জয়া বচ্চনসহ অনেকেই।