Kangana Ranaut Phobia: সাপে মারাত্মক ভয়, কেন এই গোপন আতঙ্কের কথা চেপে রাখেন কঙ্গনা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 16, 2022 | 12:49 PM

Unknown Facts: নিজেই এই ভয়ের কথা তিনি চাননি তাঁর বন্ধুরা বা অন্য কেউ জানুক। তবে কোথাও গিয়ে যেন নিজেই সেই কথার খেলাপ করলেন কঙ্গনা রানাওয়াত।

Kangana Ranaut Phobia: সাপে মারাত্মক ভয়, কেন এই গোপন আতঙ্কের কথা চেপে রাখেন কঙ্গনা

Follow Us

কঙ্গনা রানাওয়াত, বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না। প্রথম থেকেই কঙ্গনা একটা বিষয় স্পষ্ট করে রেখেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবন অধরাই থেকে যাবে। তবে সোশ্যাল মিডিয়ার চোখের আড়ালে কোনও কিছুই থাকে না। তাই একাধিকবার ভাইরাল হয়ে ওঠেন এই সেলেবস্টার। ভাইরাল হয়ে ওঠে তাঁর সম্পর্কে ঘিরে থাকা নানা কাহিনি। ফলে কঙ্গনা সম্পর্কে খুব একটা ধারনা ভক্তদের নেই। তিনি কী পছন্দ করেন, কেন পছন্দ করেন, পছন্দের জায়গা থেকে শুরু করে গোপন রহস্য, সব রহস্যই থেকে গিয়েছে। তবে একবার নিজের গোপন ভয়ের কথা ফাঁস করে ফেলেছিলেন তিনি নিজেই।

সেটে বন্ধুদের সঙ্গে আড্ডা, মজা, বা কখনও-কখনও প্র্যাঙ্ক করা, নতুন কিছু নয়। সেই সকল মজার ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে ভক্তমহলে। তবে এই মজাটাই পছন্দ করেন না কঙ্গনা। কঙ্গনা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সাপে ভীষণ রকমের ভয় পান। তবে নিজেই এই ভয়ের কথা তিনি চাননি তাঁর বন্ধুরা বা অন্য কেউ জানুক। তবে কোথাও গিয়ে যেন নিজেই সেই কথার খেলাপ করলেন কঙ্গনা রানাওয়াত। এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন তিনি, এই সাপ নিয়ে কোনও মজাই তিনি সহ্য করতে পারবেন না। সেই কারণেই তিনি এই কথা চেপে রেখেছিলেন।

কেবল কঙ্গনাই নয়, অনেক স্টারেরই বেশ কিছু গোপন ভয় রয়েছে। যা ঘিরে বারে বারে অস্বস্তিতে পড়তে হয় তাঁদের। তবে কঙ্গনা রানাওয়াত বেশ সাহসী। নিজের সমস্যা একা হাতে সামলেছেন বারে বারে। অতীতে বহু ঝড় ঝাপটার মাঝেও তিনি অনঢ় থেকেছেন নিজের কাজে। অভিনয়ের ক্ষেত্রেও চালাচ্ছেন লড়াই। সম্প্রতি ইন্দিরা গান্ধির লুকে তাঁর ছবি হয়ে ওঠে ভাইরাল। ধকড়ের ব্যর্থতা ভুলে এখন আগামী প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন কঙ্গনা রানাওয়াত।

Next Article