Kangana Ranaut: গুরুতর অসুস্থ কঙ্গনা রানাওয়াত, কমেছে শ্বেতকণিকার পরিমাণও, কী হয়েছে তাঁর?

Kangana Ranaut: তবু এরই মধ্যে রীতিমতো দুঃসাহসিক কাজ কঙ্গনার। কাজ চালিয়ে যাচ্ছেন ক্রমাগত। বিশ্রাম?

Kangana Ranaut: গুরুতর অসুস্থ কঙ্গনা রানাওয়াত, কমেছে শ্বেতকণিকার পরিমাণও, কী হয়েছে তাঁর?
কঙ্গনা রানাওয়াত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2022 | 10:10 PM

শরীর একেবারেই ভাল নেই কঙ্গনা রানাওয়াতের। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। এখানেই শেষ নয়, রয়েছে জ্বরও। রক্তেও কমেছে শ্বেতকণিকার পরিমাণও। তবু এরই মধ্যে রীতিমতো দুঃসাহসিক কাজ কঙ্গনার। কাজ চালিয়ে যাচ্ছেন ক্রমাগত। বিশ্রাম? সে আবার কী? তাঁর পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’র শুটে যাতে একটুও দেরি না হয় তাই জ্বর গায়েই তিনি হাজির হলেন তাঁর প্রযোজনা সংস্থায়। এ খবর জানানো হয়েছে তাঁর প্রযোজনা সংস্থার তরফেই।

লেখা হয়েছে, “যখন তোমার ডেঙ্গু হয়, রক্তে শ্বেতকণিকার পরিমাণ মারাত্মক কমে যায়, গায়ে থাকে মারাত্মক জ্বর, তখন একে প্যাশন বলে না, বলে পাগলামি।” প্রত্যুত্তর দিয়েছেন কঙ্গনাও, লিখেছেন, “অনেক ধন্যবাদ টিম”। ‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনা পরিচালনা ছাড়াও অভিনয়ও করছেন। তাঁকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। ছবিতে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে শ্রেয়স তালপাড়েকে। অনুপম খেরকে দেখা যাবে জয়প্রকাশ নারায়ণকেও।

প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ১৯৭৭, ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ তিন বছর। তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ ঘোষণা করেছিলেন জরুরি অবস্থা। এই জরুরি অবস্থার মূল পরামর্শদাতা ছিলেন ভারতের তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানে ৩৫২ নং ধারা অনুযায়ী এই জরুরি অবস্থা ঘোষিত হয়। ‘ইমার্জেন্সি’ অর্থাৎ জরুরি অবস্থার অবতরণ আদপে ঠিক নাকি ভুল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। বিতর্ক রয়েছে সেই সময় ঘটা নানা ঘটনা নিয়েও। সেই সবই তাঁর এই নতুন ছবিতে তুলে ধরতে চান কঙ্গনা, এমনটাই জানিয়েছেন তিনি।