‘থালাইভি’র মুক্তির প্রস্তুতি তুঙ্গে, জয়ললিতা মেমোরিয়ালে গেলেন কঙ্গনা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 04, 2021 | 4:17 PM

Kangana Ranaut Thalaivi's Release: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়েই ছবি ‘থালাইভি’। তাঁর জীবনের নানা অধ্যায় ফুটে উঠেছে এই ছবিতে, সে আঁচ ট্রেলারেই পাওয়া গিয়েছিল।

‘থালাইভি’র মুক্তির প্রস্তুতি তুঙ্গে, জয়ললিতা মেমোরিয়ালে গেলেন কঙ্গনা
শুধু শাহরুখ নয়, কোনও খানের সঙ্গেই কাজ করেননি কঙ্গনা। হিরোইন কেন্দ্রিক ছবিতে অভিনয় করা কঙ্গনা চান না তাঁর গুরুত্ব খানেদের কাছে ম্রিয়মাণ হয়ে যাক।

Follow Us

আগুন কমলা সিল্ক শাড়ি। পাড়ে রয়েছে ফুশিয়া পিঙ্ক। খোঁপায় গজরা। কানে এবং গলায় ম্যাচিং জুয়েলারি। ঠিক এ ভাবেই নিজেকে সাজালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘থালাইভি’র মুক্তি আসন্ন। সে কারণেই তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার আম্মা জে জয়ললিতা মেমোরিয়াল দর্শনে যাবেন। ছবির প্রোমোশন পুরোদমে চলছে। সেই উদ্দেশ্যেই নিজেকে সাজিয়ে নিলেন অভিনেত্রী।

কঙ্গনার ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হয় বলিউডে। তিনি যে ভাবে যে কোনও পোশাক ক্যারি করেন, তাতে তাঁর যাবতীয় বিতর্কের উর্দ্ধে গিয়ে নায়িকার প্রশংসাই হয়। এই রেট্রো লুকও তার ব্যতিক্রম নয়। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর মুক্ত পাবে থালাইভি।

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়েই ছবি ‘থালাইভি’। তাঁর জীবনের নানা অধ্যায় ফুটে উঠেছে এই ছবিতে, সে আঁচ ট্রেলারেই পাওয়া গিয়েছিল।

প্রসঙ্গত, মাঝে শোনা গিয়েছিল ছবিটি নাকি মুক্তি পাবে ওটিটিতে। কিন্তু কঙ্গনা নিজেই ছবির ওটিটি মুক্তি চাননি। এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছিলেন তিনি। সুতরাং ওটিটি নয়, প্রেক্ষাগৃহই যে তাঁর পছন্দ সে কথা সাফ জানিয়ে দিয়েছিলেন কঙ্গনা। অবশেষে কথা রেখেছেন তিনি। হলেই মুক্তি পাচ্ছে ছবিটি।

‘থালাইভি’র প্রথম গান ‘চলি চলি’ মুক্তি পেয়েছিল প্যান্ডেমিকের আগে। ওই গান নিয়ে দর্শক মহলে মিলেছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ। আবার কারও মতে কঙ্গনার এক্সপ্রেশন ‘মাঝারি’। এর আগে ছবির ট্রেলার লঞ্চের দিন মঞ্চে উঠে কেঁদে ফেলেছিলেন কঙ্গনা। কঙ্গনা লেখেন, “আমি নিজেকে বরাবর শেরনি বলি। আমি কখনও কাঁদি না। কাউকে কাঁদাতেও দিই না। মনে নেই শেষ বার কখন কেঁদেছিলাম। কিন্তু আমি আজ কেঁদেছি। কেঁদে খুব ভাল লাগছে।” ‘থালাইভি’র পরিচালক বিজয়ের প্রসঙ্গে বলতে বলতেই কেঁদে ফেলেন কঙ্গনা। বিজয়ই তাঁর গুণের কদর করেছেন, জানান অভিনেত্রী। এমনকি বলিউডে যেভাবে সাধারণত অভিনেতাদের যেভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে সে পথে না হেঁটে বিজয় যে ভাবে তাঁকেও সমগুরুত্ব দিয়েছেন তাতে আপ্লুত কঙ্গনা। তাঁর কথায়, “কী ভাবে অভিনেতাদের ট্রিট করতে হয়, কী ভাবেই বা ক্রিয়েটিভ পার্টনারশিপ গড়ে তুলতে হবে তা শিখেছি ওর থেকেই।”

এই ছবির জন্য কম কষ্ট করতে হয়নি কঙ্গনাকে। ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। সঙ্গে নিতে হয়েছিল প্রস্থেটিক মেকআপও। ট্রেলারেও মিলেছে বিস্তর প্রশংসা। সেলেব থেকে সাধারণ– কঙ্গনার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। ছবিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও রয়েছেন অরবিন্দ স্বামী। রয়েছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রীও। আর মাত্র হাতেগোনা কয়েকদিন। আসছেন ‘থালাইভি’।

তবে এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ নাকি কঙ্গনা ছিলেন না! নায়িকা নিজেই শেয়ার করেছিলেন সেই তথ্য। কঙ্গনা বলেন, “তামিল ভাষাটা বেশ কঠিন। অনেকটা সংস্কৃতের মতো। প্রথম দিকে আমার উচ্চারণ একেবারেই ঠিক ছিল না। ছবিটা আমি করলাম ঠিকই। কিন্তু বিজয় (এই ছবির পরিচালক এ এল বিজয়) মনে হয় না, আমার উচ্চারণ নিয়ে খুশি। অডিশন দেওয়ার পর বার বার উচ্চারণের উপর জোর দিয়েছিল ও। আমি পারিনি। ফলে প্রথমে বাদ দিয়ে দিয়েছিল।” কঙ্গনা আরও জানান, চিত্রনাট্য হাতে পাওয়ার পর পরিচালক নাকি তাঁকে বলেছিলেন, গলার স্বর পারফরম্যান্সের একটা বড় অংশ। তামিলে কীভাবে কথা বলতে হবে, তা শিখতে হয়েছিল কঙ্গনাকে।

আরও পড়ুন, প্রথমবার সন্তানসম্ভবার চরিত্রে মানালি, ‘লকডাউন’-এর প্রস্তুতি কেমন ছিল?

Next Article