Emergency: কণ্ঠস্বর পাল্টে ফেললেন কঙ্গনা রানাওয়াত, ‘ইমার্জেন্সি’র ক্লিপিং-এ বড় চমক

Viral Video: ট্রোল কটাক্ষকেই এবার বুড়ো আঙ্গুল দেখিয়ে ইন্দিরা গান্ধীর লুকে নজর করলেন অভিনেত্রী। প্রথম লুক সামনে আসতেই প্রশংসা ছড়িয়েছিল নেট পাড়ায়। প্রথম মুক্তি পাওয়ার টিজ়ারেও নজর কেটেছিলেন তিনি।

Emergency: কণ্ঠস্বর পাল্টে ফেললেন কঙ্গনা রানাওয়াত, ইমার্জেন্সির ক্লিপিং-এ বড় চমক

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 24, 2023 | 5:32 PM

বেশ কয়েক বছর ধরেই জল্পনা কেন্দ্রে জায়গা করে নিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি ইমার্জেন্সি। ছবির প্রথম লুক মুক্তি পাবার পর থেকেই রাতারাতি ভাইরাল হয়েছিল কঙ্গনা রানাওয়াত। এই নিয়ে দ্বিতীয় বার বায়োপিকে অভিনয় করছেন কঙ্গনা। প্রথমে জয়ললিতার বায়োপিকে দেখা যায় তাঁকে, ছবির নাম ছিল থালাইথি। তবে সেখানে জয়ললিতার লুকে রীতিমতো ট্রোল থেকে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। রাতারাতি ছড়িয়ে পড়া সেই ট্রোল কটাক্ষকেই এবার বুড়ো আঙ্গুল দেখিয়ে ইন্দিরা গান্ধীর লুকে নজর করলেন অভিনেত্রী। প্রথম লুক সামনে আসতেই প্রশংসা ছড়িয়েছিল নেট পাড়ায়। প্রথম মুক্তি পাওয়ার টিজ়ারেও নজর কেটেছিলেন তিনি।

এবার ছবির আরও একটি ছবির টিজার সামনে আসতে চমকে গেলেন ভক্তরা। না, এবার কেবল লুক আদব-কায়দা, চলন-বলনেই মিলই নয়, বরং কঙ্গনা রানাওয়াত তাঁর কণ্ঠস্বরও ইন্দিরা গান্ধীর মতো করার চেষ্টা করেছেন। এই টিজ়ারে তাঁর বলা মাত্র দুটি লাইনেই চমকে গেল দর্শকেরা। ঠিক যেন ইন্দিরা গান্ধিই কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে কেবলই প্রশংসার ঝড় উঠতে দেখা যায়।

তবে চমক এখানেই শেষ নয়। পাশাপাশি ছবি কবে মুক্তি পাচ্ছে, তাও জানিয়ে দিলেন এদিন কঙ্গনা। প্রাথমিকভাবে এই ছবি চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট তারিখ পাল্টে তা মুক্তি পেতে চলেছে ২৪ নভেম্বর, প্রথমে তা ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে টাইগার শ্রফের ছবিও ওই একই দিনে মুক্তি পাচ্ছে। এই ছবি প্রযোজনা ও পরিচালনাতেও রয়েছেন কঙ্গনা রানাওয়াত। অতীতে তাঁর করা  শেষ দুই ছবি পরপর ফ্লপ হওয়ার পরই কোমর বেঁধে এই ছবিকে নিয়ে নেমে পড়েন কঙ্গনা। জানিয়েছিলেন নিজের সর্বস্ব বাজি রেখে তৈরি করছেন এই ছবি। সকলে যেন তাঁর পাশে থাকেন, সে অনুরোধ করেছিলেন অভিনেত্রী। সাদা কালো ফ্রেমে মুক্তি পাওয়া এই টিজার বর্তমানে ভাইরাল নেট পাড়ায়।