AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: ‘তেজস’ দেখার জন্য দর্শকের কাছে অনুরোধ; নিন্দা হতেই গর্জে উঠলেন কঙ্গনা রানাওয়াত

Kangana Ranaut-Tejas: নিন্দার পর চুপ থাকেননি কঙ্গনাও। তাঁর পাল্টা অভিমত, তাঁকে নিয়ে যাঁরা নিন্দামন্দ করছেন, তাঁদের জীবনে কেবলই হতাশার ঘনঘটা। বলেছেন, "এই ধরনের মানুষ সারাজীবনই আমার সাফল্য দেখবেন। আমার বয়স যখন ১৫ ছিল, বাড়ি ছেড়ে নিজের স্বপ্নপূরণ করতে ছুট্টে গিয়েছিলাম মুম্বই। আমি আজও ভারতের মহিলাদের জন্য লড়ে যাচ্ছি। আমি চাই সকলে আমার রাস্তায় হাঁটুন। তা হলেই দুনিয়া সুন্দর হবে।"

Kangana Ranaut: 'তেজস' দেখার জন্য দর্শকের কাছে অনুরোধ; নিন্দা হতেই গর্জে উঠলেন কঙ্গনা রানাওয়াত
'তেজস'-এ কঙ্গনা রানাওয়াত।
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 2:35 PM
Share

জীবনে প্রথম কোনও এয়ারফোর্স পাইলটের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। সেই ছবির নাম ‘তেজস’। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবি। কিন্তু বক্স অফিসে এক্কেবারেই ভাল ফল করতে পারেনি। প্রথমদিনের আয় ১ কোটি ২৫ লাখ টাকা। বলিউডের নিরিখে তা খুবই হতাশাজনক ফলাফল। তারপরের দিন ছিল সপ্তাহান্তের শনিবার। ছবির আয় ১ কোটি ২৫ লাখ টাকা। এরপরই ‘তেজস’ দেখার জন্য দর্শকের কাছে হাতজোড় করে ভিক্ষা চেয়েছিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, ওয়ার ছবি দর্শক দেখেন। অতীতে ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ছবিকে অনেক ভালবাসা দিয়েছেন দর্শক। ‘মেরি কম’-এর মতো বায়োপিক পছন্দ করেছেন তাঁরা। তা হলে তাঁর ছবি ‘তেজস’ কেন চলবে না। তিনি এও অভিযোগও করেছেন এবং বলেছেন, তাঁর ছবিকে নাকি সুযোগই দিচ্ছেন না দর্শক।

এর প্রত্যুত্তরে কঙ্গনাকে রীতিমতো নিন্দা করেছেন নেটিজ়েনরা। বলেছেন, কঙ্গনা ঠিক মতো ছবি তৈরিই করতে পারছেন না।

এই নিন্দার পর চুপ থাকেননি কঙ্গনাও। তাঁর পাল্টা অভিমত, তাঁকে নিয়ে যাঁরা নিন্দামন্দ করছেন, তাঁদের জীবনে কেবলই হতাশার ঘনঘটা। বলেছেন, “এই ধরনের মানুষ সারাজীবনই আমার সাফল্য দেখবেন। আমার বয়স যখন ১৫ ছিল, বাড়ি ছেড়ে নিজের স্বপ্নপূরণ করতে ছুট্টে গিয়েছিলাম মুম্বই। আমি আজও ভারতের মহিলাদের জন্য লড়ে যাচ্ছি। আমি চাই সকলে আমার রাস্তায় হাঁটুন। তা হলেই দুনিয়া সুন্দর হবে।”