করোনা পরিস্থিতিতে কঙ্গনার ভূমিকা নিয়ে কটাক্ষ নেটিজেনদের, পাল্টা জবাব দিলেন অভিনেত্রী
কঙ্গনা পরিষ্কার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়ই একমাত্র সাহায্যের পথ নয়। তিনি মানুষকে সাহায্য করছেন হাসপাতালের বেড, অক্সিজেন,রক্ত,ওষুধ দিয়ে।
করোনা পরিস্থিতি সারা দেশে উদ্বেগজনক। হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্তদের সংখ্যা দৈনিক বাড়ছে। দৈনিক লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে দিয়েছে। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। বলি তারকাদের অনেকেই এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। সলমন খান, সোনু সুদ, অজয় দেবগণ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
Highest tax paying actress definitely rude and unkind for pests like you,I know how India helping the world to heal and how much pressure it needed from us for them to show the same compassion,we are writing the destiny of New India while free loaders like you whine and complain.
— Kangana Ranaut (@KanganaTeam) April 30, 2021
কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তিনি তাঁর সমস্ত মন্তব্য, প্রতিবাদ, সমালোচনা সবই সোশ্যাল মিডিয়ার গোটা গোটা অক্ষরে লিখে দেন। তাঁর সোশ্যাল মিডিয়ার ওয়ালজুড়ে কেবল বিতর্ক। দেশের যে কোনও রাজনৈতিক পরিস্থিতিতে বা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নীতিপুলিশির ঝড় তোলেন তিনি। কিন্তু এখন দেশের যা পরিস্থিতি, চারিদিকে যেভাবে হাহাকার শুরু হয়েছে, সেখানে কঙ্গনার মত ‘নীতিবান’ নাগরিক এত চুপ কেন? অন্যান্য বলি-তারকাদের মত তিনি তো কই সেইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না? নেটিজেনদের একাংশ এই নিয়ে কঙ্গনাকে কটাক্ষ করেছেন। কঙ্গনাও চুপ থাকার পাত্রী নন। এই ধরণের মন্তব্যে চটেছেন অভিনেত্রী। তিনি একজন নেটিজেনকে পরিষ্কার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়ই একমাত্র সাহায্যের পথ নয়। তিনি মানুষকে সাহায্য করছেন হাসপাতালের বেড, অক্সিজেন,রক্ত,ওষুধ দিয়ে। তিনি আরও জানিয়েছেন , তিনি তাঁর পরিচিত মহল থেকে সাহায্যের জন্য যথষ্ট ফোন কল পাচ্ছেন। তিনি যথাসাধ্য চেষ্টাও করছেন। কিন্তু তিনি কাউকে এগুলো ফলাও করে জানাতে চান না কারণ তিনি কোনও গ্যালারি বানাবার জন্য কাউকে কোনও সাহায্য করছেন না।
@KanganaTeam Meanwhile still searching for one tweet from your end seeking help for suffering Indians like what PC Alia doing. You are just working towards BJP’s image improving work. What does it take to just accept that Govt has failed in this crisis?
— Alpha (@Aparna_Nair03) April 30, 2021
এই করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে যাঁরা আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে কঙ্গনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভি়ডিয়ো করে এক হাত নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে এও জানিয়েছেন তিনি সাহায্যের জন্য যত ফোন কল পাচ্ছেন, তাঁর ভাই যাচাই করে প্রকৃত সাহায্যপ্রার্থীদের তাঁরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছেন।
আরও পড়ুন:শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে করোনা আক্রান্ত অভিনেতা অনিরুদ্ধ দাভে