শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে করোনা আক্রান্ত অভিনেতা অনিরুদ্ধ দাভে
গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন অনিরুদ্ধ। সে সময় ভোপালে একটি শোয়ের জন্য শুটিং করছিলেন তিনি। ভোপালেরই একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
গত সপ্তাহে করোনা (covid 19) আক্রান্ত হয়েছিলেন হিন্দি টেলিভিশনের (TV) পরিচিত অভিনেতা (Actor) অনিরুদ্ধ দাভে। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ইনটেনসিভ কেয়ারে ভর্তি করতে হল অভিনেতাকে। শুক্রবার অভিনেত্রী আস্থা চৌধুরি অনিরুদ্ধের শারীরিক অবস্থার অবনতির খবর সোশ্যাল মিডিয়ায় জানান।
আস্থা লিখেছেন, ‘আমাদের বন্ধু অনিরুদ্ধ দাভের জন্য প্রার্থনা করুন। ও আইসিইউতে রয়েছে। দয়া করে অন্তত এক মিনিট ওর জন্য প্রার্থনা করুন।’
গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন অনিরুদ্ধ। সে সময় ভোপালে একটি শোয়ের জন্য শুটিং করছিলেন তিনি। ভোপালেরই একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
View this post on Instagram
অনিরুদ্ধর বন্ধু অভিনেতা অজয় সিং চৌধুরী সাংবাদিকদের বলেন, “ভোপালে একটি সিরিজের শুটিং চলাকালীন অনিরুদ্ধর করোনা পজিটিভ ধরা পড়ে। ও ঠিক করে মুম্বই ফিরে আসার বদলে ভোপালেই চিকিৎসা করাবে। কিন্তু ওর রিপোর্টে দেখা গিয়েছে, সংক্রমণ সাধারণের তুলনায় অনেক বেশি। ফলে ওকে আইসিইউতে ভর্তি করতে হয়। সংক্রমণের কারণে অক্সিজেনের মাত্রাও ওঠা নামা করছে।”
অজয় আরও জানান, অন্য শহরে থাকার কারণে তাঁরা অনিরুদ্ধর কাছে থেকে কোনও সাহায্য করতে পারছেন না। ভোপালের ওই নির্দিষ্ট হাসপাতালের মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁরা।
আরও পড়ুন, হোম আইসোলেশনে কী কী করছেন করোনা আক্রান্ত দিতিপ্রিয়া?