Kangana-Alia : ‘গাঙ্গুবাই’কে তুলোধনা, করণ জোহরকেও ছাড়লেন না কঙ্গনা
মুক্তির ঠিক আগেই আলিয়াকে তুলোধনা কঙ্গনা রানাওয়াতের। ছাড় পেলেন না ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও করন জোহরকেও।
আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তির আর দিন কয়েক বাকি। মুক্তির ঠিক আগেই আলিয়াকে তুলোধনা কঙ্গনা রানাওয়াতের। ছাড় পেলেন না ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও করন জোহরকেও। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনার ঘোষণা ‘গাঙ্গুবাই’ এর ২০০ কোটি আগামী সপ্তাহে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।
ঠিক কী লিখেছেন কঙ্গনা? তাঁর কথায়, “একজন মুভি মাফিয়া বাবার ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরীর কারণে আগামী সপ্তাহে দু’শ কোটি টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ সেই অভিনেত্রীর বাবা প্রমাণ করতে চায় রমকম বিম্বও অভিনয় করতে পারে।”
এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরও লেখেন, “এই ছবির সবচেয়ে বড় ড্র ব্যাক হল ভুল কাস্টিং। এরা আর শুধরাবে না।”
করণের ছবির মাধ্যমেই ইন্ডাষ্ট্রিতে পা রেখেছিলেন আলিয়া। পরবর্তীতেও করণের পছন্দের পাত্রী আলিয়াই। আর করণ আর কঙ্গনার সম্পর্কে অবনতি সুশান্ত মৃত্যুর পরেই প্রকাশ্যে এসেছিল।
করণকে মুভি মাফিয়া বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সেই প্রসঙ্গই টেনে এনে তিনি যোগ করেন, “মানুষের দরকার ওই মুভি মাফিয়াকে ত্যাগ করা”। কঙ্গনার মতে ছবিতে অন্যতম প্রধান চরিত্রে থাকা অজয় দেবগন ও পরিচালক করণের নতুন শিকার।
ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। সঞ্জয় লীলা ভনসালীর পরিচালনায় এই প্রথম কাজ করছেন আলিয়া ভাট। দারুণ দাপুটে চরিত্র। সেই ঝলক অতি অল্প হলেও দেখেছেন দর্শক। মুম্বইয়ের কামাঠিপুরামের পতিতা গাঙ্গুবাঈয়ের লড়াই ও উত্থানের গল্পই উঠে আসবে এই ছবির মধ্যে দিয়ে, এমনটাই জানাচ্ছে টিম ‘গাঙ্গুবাই’।