Kangana Ranaut: ৫০ বছরের ইতিহাসে প্রথম বার নারীর হাতে রাবণ-দহন, করবেন কঙ্গনা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 23, 2023 | 10:41 PM

Kangana Ranaut: কঙ্গনা রানাওয়াত-- নামের মধ্যেই বিতর্ক ফিরে ফিরে আসে তাঁর। বিতর্ক যুক্ত হলেও একাংশের মতে তিনি প্রতিবাদী। সোজা কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করেন। এ হেন কঙ্গনাই এবার সৃষ্টি করতে চলেছেন এক ইতিহাস। গত ৫০ বছরেও যা হয়নি তাই করতে চলেছেন তিনি। মঙ্গলবার দশমী অর্থাৎ দশেরা। সেই উপলক্ষেই দিল্লির লব-কুশ রামলীলায় তাঁর হাত দিয়েই হবে রাবণ-দহন।

Kangana Ranaut: ৫০ বছরের ইতিহাসে প্রথম বার নারীর হাতে রাবণ-দহন, করবেন কঙ্গনা
৫০ বছরের ইতিহাসে প্রথম বার নারীর হাতে রাবণ-দহন

Follow Us

 

কঙ্গনা রানাওয়াত– নামের মধ্যেই বিতর্ক ফিরে ফিরে আসে তাঁর। বিতর্ক যুক্ত হলেও একাংশের মতে তিনি প্রতিবাদী। সোজা কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করেন। এ হেন কঙ্গনাই এবার সৃষ্টি করতে চলেছেন এক ইতিহাস। গত ৫০ বছরেও যা হয়নি তাই করতে চলেছেন তিনি। মঙ্গলবার দশমী অর্থাৎ দশেরা। সেই উপলক্ষেই দিল্লির লব-কুশ রামলীলায় তাঁর হাত দিয়েই হবে রাবণ-দহন। প্রতি বছর লাল কেল্লায় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে কোনও পুরুষ রাবণ দহনের জন্য প্রজ্বলিত তীর ছুড়ে মারেন। ৫০ বছরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা যিনি এই কাজ করতে চলেছেন, এমনটাই জানিয়েছেন, রামলীলা কমিটির সভাপতি অর্জুন সিং। কঙ্গনা নিজেও ভাগ করে নিয়েছেন এই অনুভূতি।

এক ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, “এই অনুষ্ঠানের ৫০ বছরের ইতিহাসে একজন মহিলা প্রথম বার রাবণের প্রতিমূর্তি বধ করতে চলেছে, জয় শ্রী রাম।” এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা রাম নাথ কোবিন্দের মতো ব্যক্তিত্ব ওই ‘রাবণ-বধ’-এর মতো কাজটি করেছেন। তবে ৫০ বছর পূর্তি উপলক্ষে এই বছর কিছু আলাদা করার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। সেই কারণেই বেছে নেওয়া হয়েছে বলিউডের ‘কুইন’কে। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “লব-কুশ রামলীলা কমিটি সমানাধিকারে বিশ্বাস করে। সেই কারণেই এই সিদ্ধান্ত। আমরা মনে করি সমাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই পদক্ষেপ অনেকাংশেই সহায়ক হয়ে উঠবে।” নারীকেন্দ্রিক চরিত্রে বহুবার অভিনয় করেছন কঙ্গনা। একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন কোনও সম্পূর্ণ সিনেমাকে। কিন্তু এই গুরুদায়িত্ব তিনি কতটা সফল হন, এখন সেটাই দেখার।

 

 

 

Next Article