‘ফ্যাশন’ ছবির পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত এবং পরিচালক মধুর ভান্ডারকর। বলিউডে এখন এই খবরই রয়েছে। একটি রাজনৈতিক থ্রিলারের জন্য দুজনে একসঙ্গে কাজ করতে পারেন বলেই সূত্রের খবর। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে পরিচালক একজন কাশ্মীরি গায়িকার উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র তৈরি করার পরিকল্পনা করছেন যিনি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। আর এবারও মধুর একটি নারীকেন্দ্রিক সিনেমা তৈরি করতে চলেছেন। জল্পনা চলছে যে মধুর তাঁর এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করার জন্য কঙ্গনাকে প্রস্তাব দিয়েছেন। এই খবরের পাশাপাশি আরও একটি খবরও রয়েছে। কঙ্গনা রানাওয়াতের শেষ ছবি ‘ধাকড়’ বক্স অফিসে অসফল। অন্যদিকে নারীকেন্দ্রিক খেলার বিষয়ের ছবি ‘সাবাস মিঠু’-এর বক্স অফিসও ভাল না হওয়ায় প্রযোজকরা আপাতত ছবিটি বন্ধ করতে বাধ্য হচ্ছেন। যদিও এগুলো সবই খবর। সত্যটা এখনও সামনে আসেনি।
তবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মধুর ভান্ডারকর তাঁর পরবর্তী ছবি ‘বাবলি বাউন্সার’-এর মুক্তির জন্য প্রস্তুত। যেখানে তামান্না ভাটিয়াকে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। তামান্না ছাড়াও সৌরভ শুক্লা, অভিষেক বাজাজ এবং সাহিল বৈদ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এটি জীবনের হাস্যরসকে উদযাপন করার ছবি বলেই দাবি পরিচালকের।
অন্যদিকে কঙ্গনা ব্যস্ত তাঁর পরবর্তী বহুল আলোচিত রাজনৈতিক থ্রিলার ‘ইমার্জেন্সি’ নিয়ে। যেখানে তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি ছবিটির প্রথম টিজার শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি ভিডিয়ো ক্লিপটি পোস্ট করেছেন এবং লিখেছেন, “‘তাঁর’ উপস্থাপনা করা হয়েছে যাঁকে ‘স্যার’ বলা হয়েছিল # ইমার্জেন্সি শুটিং শুরু হয়েছে।” ‘ইমার্জেন্সি’ ছবি দিয়ে কঙ্গনা রানাওয়াত পরিচালনায় অভিষেক করছেন। ‘তেজাস’ এবং ‘মণিকর্ণিকা ২’ সহ আরও কয়েকটি সিনেমা তাঁর ঝুলিতে রয়েছে।