রকি এবং রানি একেবারে তৈরি। চলুন ওদের প্রেম কাহিনি শুরু করা যাক। লাইট, ক্যামেরা, অ্যাকশন…। করণ জোহরের ভয়েজ ওভার। আর ভিডিয়োতে আলিয়া ভাট, রণবীর সিং, মনীশ মালহোত্রা, করণ জোহর সহ কলাকুশলীরা। ঠিক এমন একটি ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন আলিয়া, করণ। শেয়ার করেছেন এই ছবির সঙ্গে যুক্ত বাকি সদস্যরা। পাঁচ বছর পর পরিচালনায় ফিরলেন করণ। প্রথম শিডিউলের শুটিং শুরু হতে চলেছে।
সেট তৈরি, পরিচালকের সঙ্গে কথোপকথন, কস্টিউম ট্রায়াল, ফটোশুট মিলিয়ে একটা দারুণ মন্তাজ তৈরি করেছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ টিমের সদস্যরা। কোথাও খুনসুটি, কোথাও বা আলিয়া, রণবীর জুটির কেমিস্ট্রি ধরা পড়েছে। এই ছবির সঙ্গে সকলেরই ইমোশন জড়িয়ে। ফলে প্রথম শিডিউলের শুটিং শুরুর আগে প্রত্যেকেই নিজের মতো করে হোমওয়ার্ক সেরে ফেলেছেন। সকলের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চেয়েছেন করণ। শোনা যাচ্ছে এই ছবির হাত ধরেই পর্দায় ১৫ বছর পরে ফিরতে চলেছেন জয়া বচ্চন।
প্রায় পাঁচ বছরের বিরতির পর ফের পরিচালনায় ফিরছেন করণ জোহর। করণের কামব্যাকের খবর এতদিন বলিউড ইন্ডাস্ট্রির আনাচে কানাচে শোনা যাচ্ছিল। নিজে অফিশিয়ালি সে খবর শেয়ার করে করণ টুইট করেন, ‘এটা নতুন জার্নির শুরু আর আমার বাড়ি ফেরার রাস্তা। আমার প্রিয় জায়গায় ফেরার সময় হয়েছে। ক্যামেরার লেন্সের পিছন থেকে ভালবাসার গল্প তৈরি করার সময় হয়েছে’। তিনি আরও জানান, এই গল্পটা তাঁর কাছে অত্যন্ত স্পেশাল। পরিবার এবং প্রেমের গল্প।
২০১৬-এ মুক্তি পেয়েছিল করণ পরিচালিত শেষ ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। অনুষ্কা শর্মা, রণবীর কাপুর, ঐশ্বর্যা রাই বচ্চন, ফাওয়াদ খান অভিনয় করেছিলেন সে ছবিতে। ২০২০তে রণবীর সিং, করিনা কাপুর খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডেনকর, জাহ্নবী কাপুর, অনিল কাপুরকে নিয়ে ‘তখত’-এর ঘোষণা করেছিলেন করণ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে ছবির কাজ পিছিয়ে যায়। গত এক বছরে ওয়েব অ্যান্থোলজি ‘লাস্ট স্টোরিজ’ এবং ‘ঘোস্ট স্টোরিজ’-এর একটি করে গল্প পরিচালনা করেছেন তিনি। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করছেন তিনি। কিন্তু গত পাঁচ বছরে ছবি পরিচালনা করেননি। করণ জোহরের এই ছবিতে অভিনয় করতে চলেছেন টোটা। করণের ছবিতে অভিনয়ের বিষয়টি TV9 বাংলার কাছে স্বীকার করে নিয়ে টোটা আগেই বলেছিলেন, “আমি এ বিষয়ে এখন কিছুই বলতে পারব না। আমার কনট্র্যাক্ট সাইন করা রয়েছে। কোনও কথা বলা যাবে না।”
স্ক্রিনে প্রেমের ম্যাজিক দেখান করণ জোহর। তাঁর প্রতিটি ছবি যেন প্রেমগাথা। আর সে সব প্রেমের গল্পের হিরো-হিরোইনরা তাতে হাবুডুবু খান। তবে বহুদিন তিনি ক্যামেরার লেন্সে চোখ রাখেননি। সে আক্ষেপ করণের রয়েছে। আশা করছেন, এই ছবি সে আক্ষেপ মিটিয়ে দেবে। সব কিছু ঠিক থাকলে ২০২২-এ মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন, সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলার সুযোগ, ইন্দ্রাশিসের কাছে ‘ফ্যান বয় মোমেন্ট’