Karan Johar-Kunal Kapoor: করণের ‘কেথ্রিজি ২’তে নতুন ‘পু’ কুণাল কাপুর!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 29, 2022 | 2:03 PM

"অনেকে মনে করলেন আমি ইন্ডাস্ট্রির পরবর্তী চমক। কিন্তু উলটোটাই হল। ব্যর্থতা এল। আমিও শেষ হয়ে গেলাম। এখন সকলে বলে আমি নাকি খুব ইন্টারেস্টিং একজন অভিনেতা," সাক্ষাৎকারে বলেছেন কুণাল কাপুর।

Karan Johar-Kunal Kapoor: করণের কেথ্রিজি ২তে নতুন পু কুণাল কাপুর!
করণ জোহর ও কুণাল কাপুর।

Follow Us

এবার প্রশ্ন হল, তা হলে কি ‘কে থ্রি জি’-র সিক্যুয়েল তৈরি করছেন করণ জোহর? একেবারেই নয়। আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই পরিচালক-প্রযোজকের। কিন্তু তা সত্ত্বেও ‘পু’ চরিত্রে করিনা কাপুর অভিনীত ছবির সিক্যুয়েলে সেই চরিত্রে কুণালকেই কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন করণ। বিষয়টি আশ্চর্য লাগছে, তাই না?

সম্প্রতি একটি বিজ্ঞাপন সামনে এসেছে। সেই বিজ্ঞাপনে রয়েছেন কুণাল কাপুর ও চিত্রাঙ্গদা সিং। দেখা যাচ্ছে, পোলো টি-শার্টের সঙ্গে লেগেঙ্গা পরে কুণাল। কারণ, তিনি শর্তে হেরেছেন চিত্রাঙ্গদার কাছে। অভিনেত্রীকে জিজ্ঞেস করছেন, “এবার কি আমি পোশাক পরিবর্তন করতে পারি?” চিত্রাঙ্গদা বলছেন, “তোমাকে ভাল লাগছে দেখতে”।

এই কাণ্ড দেখে করণ জোহর প্রশংসা ছুড়ে দিয়েছেন কুণালের দিকে। বলেছেন, ‘কভি খুশি কভি গম’-এর সিক্যুয়েল হলে তাঁকেই ‘পু’-এর চরিত্রে কাস্ট করবেন করণ। মন্তব্য এসেছে টুইঙ্কল খান্নার থেকেও। তিনি বলেছেন, “এর পরে তুমি জিমে কী পরে যাওয়া আমি দেখতে চাই।”

ডিজ়নি হটস্টার সিরিজ় ‘দ্যা এম্পায়ার’-এ বাবরের চরিত্রে অভিনয় করেছিলেন কুণাল। সিরিজ়টিতে ছিলেন শাবানা আজ়মি, ডিনো মোরিয়ার মতো তারকারাও। সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে কুণাল বলেছেন, “সাফল্য ও ব্যর্থতার মধ্যে দিয়ে গিয়েছে আমার ফিল্মি কেরিয়ার। যখন শুরু করছিলাম আমার ইন্ডাস্ট্রিতে বন্ধু ছিল। তারাই আমাকে বলেছিল, অভিনেতা হয়েও না। বাইরে থেকে এসে জায়গা করে নিতে অসুবিধে হতে পারে তোমার। কিন্তু তারপরই ‘রং দে বসন্তি’ হল। অনেককিছু পালটেও গেল। অনেকে মনে করলেন আমি ইন্ডাস্ট্রির পরবর্তী চমক। কিন্তু উলটোটাই হল। ব্যর্থতা এল। আমিও শেষ হয়ে গেলাম। এখন সকলে বলে আমি নাকি খুব ইন্টারেস্টিং একজন অভিনেতা।”

আরও পড়ুন: Indian Karaoke Recording App: শুরু হল প্রথম ভারতীয় কারাওকে রেকর্ডিং অ্যাপ ‘স্টার মঞ্চ’-এর যাত্রা

Next Article