Shocking Kareena: এ কী কাণ্ড, সবার সামনে জুতো কেটে খাচ্ছেন করিনা? ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 29, 2023 | 11:36 AM

Viral Video: ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিয়ো। যা দেখা মাত্রই চমকে ওঠেন ভক্তরা। এ কী কান্ড, শেষে কি না জুতো কেটে খেলেন বেবো।

Shocking Kareena: এ কী কাণ্ড, সবার সামনে জুতো কেটে খাচ্ছেন করিনা? ভাইরাল ভিডিয়ো

Follow Us

করিনা কাপুর খান, বলিউডের তিনি স্টার ডিভা। অভিনয় থেকে শুরু করে ফ্যাশন, সবেতেই তাঁর দাপট বর্তমান। করিনা কাপুর খানের উপস্থিতি মানেই সেখানে উপচে পড়া ভিড়। বিভিন্ন অনুষ্ঠান হোক বা কোনও স্পেশ্যাল ইভেন্ট, তাঁকে যদি পাওয়া যায় তবে মুহূর্তে পাপারাৎজিদের ভিড় জমে। ফলে যে কোনও ইভেন্টেই তাঁর খোঁজ থাকে তুঙ্গে। সম্প্রতি এমনই এক শোরুম উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর খান। যেখানে নানা ধরনের জুতোর কালেকশন ঘুরে দেখেন তিনি। আর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে করিনা কাপুর খান কেক কেটে সেলিব্রেশনে মাতলেন। তবে এ কী? কেক কোথায়! টেবিলের ওপর রাখা হয়েছে আস্ত একটি জুতো।

দেখে অবাক করিনা কাপুর। হাসি মুখে পরিস্থিতি স্বাভাবিক করলেও নিজেই বুঝতে পারছিলেন না কী করবেন। হাতে ছুরি তুলে নিলেন বটে, তবে তা দিয়ে কি আদপে তিনি জুতো কেটে খাবেন। সন্দেহ হতে তিনি বা হাতে একটি জুতো তুললেন, এই ভেবে যে সেটা হয়তো কেক। তবে না, সেটা ছিল সত্যি জুতো। হেসে ফেললেন করিনা। তার ওপর পাটিটা ছিল কেক। যেটা কাটলেন তো বলে, তবে খেলেন কি না, তা অজানাই থেকে গেল।

পাশের রাখা জুতো কেকটি কেটে তা মুখের সামনে ধরে করিনা বললেন, ”খাব কি না বুঝতে পারছি না তো”। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিয়ো। যা দেখা মাত্রই চমকে ওঠেন ভক্তরা। এ কী কান্ড, শেষে কি না জুতো কেটে খেলেন বেবো। তবে বেবোর সেই মিষ্টি মুখের পোজ়ে আবারও মুগ্ধ হলেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ঝড় তুলেছে এই ভিডিয়ো। যা এক কথায় সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। কমেন্ট বক্সে আবার এক ভক্ত লিখলেন, ”কেকের পাশে কেউ জুতো রাখে? অস্বাস্থ্যকর।”

Next Article