দেখতে-দেখতে বলিউডের ফিল্ম জগতে ২২টা বছর কাটিয়ে দিলেন করিনা কাপুর খান। পিছন ফিরে তাকিয়ে করিনার মনে হয়েছে, আগের তুলনায় অনেক ভাল চরিত্রের অফার আসে তাঁর কাছে। একটা সময় ‘কভি খুশি কভি গম’ ছবিতে ‘পু’ চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। চরিত্রটা যদিও বেশ জনপ্রিয়। তাঁর সাম্প্রতিক রিলিজ়ের নাম ‘লাল সিং চাড্ডা’। দুটি চরিত্রের মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ। তফাৎ গুরুত্বের। ‘পু’ ছিল ছবির চেরি ফল। এবং ‘লাল সিং চাড্ডা’-এ তিনি ছবির ‘জান’। দুটোর মধ্যে পার্থক্য সেখানেই। করিনা জানিয়েছেন, আগের চেয়ে তুলনায় কম কাজ করেন তিনি। একসঙ্গে ৫টি ছবিতে কাজ করতে পারেন না এক্কেবারেই। তার কারণ তাঁর দুই পুত্র – তৈমুর এবং জেহ। সন্তানদের সময় দিতে হয় করিনাকে।
কাপুর পরিবারে জন্ম হয়েছে করিনার। তিনি রণধীর কাপুর ও ববিতা কাপুরের কনিষ্ঠ কন্যা। ২০০০ সালে জে পি দত্তর ‘রেফিউজি’ ছবিতে ডেবিউ করেছিলেন করিনা। সেই ছবিতে ডেবিউ করেছিলেন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনও। প্রথম ছবিতে নজর কাড়লেও সেই ভাবে দাগ কাটতে পারেননি করিনা। তবে ধীরে-ধীরে নিজের জায়গা তৈরি করেছেন। করিনার কেরিয়ার ১৮০ ডিগ্রি ঘুরল ‘জব উই মেট’ রিলিজ় করার পর। ‘গীত’-এর চরিত্রে অভিনয় করে দারুণ বাহবা পেয়েছিলেন অভিনেত্রী।
করিনা মনে করেন, প্রত্যেক শিল্পীই সময়ের সঙ্গে তৈরি হন, নতুন রূপ ধারণ করতে শুরু করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কাজ করেছি আমি। সুধীর মিশ্র থেকে করণ জোহর। আমার কাছে অনেক সুযোগ এসেছে। অনেক দরজাও খুলে গিয়েছে সেই সঙ্গে। তবে এ কথা স্বীকার করতে দ্বিধা নেই আগের তুলনায় এখন অনেক বেশি ভাল কাজের সুযোগ পাই আমি। অনেক ভাল-ভাল চরিত্র অফার করা হয় আমাকে, যা আগে পেতাম না। আসলে পৃথিবীটাও তো পাল্টে গিয়েছে। এখন মহিলা অভিনেতাদের কাছে অনেক সুযোগ। তাঁদের ভেবে অনেক চরিত্র তৈরি হয়।”