আর মাত্র দুদিন। ঠিক তারপরই জন্ম নিতে চলেছে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের তৃতীয় সন্তান। আগামী ৯ অগস্ট বিকেল পাঁচটায় জন্ম হবে তার। সেই জন্ম মুহূর্তের সাক্ষী থাকতে পারেন আপনিও। কিন্তু কী ভাবে?
আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং করিনা। শনিবার সোশ্যাল ওয়ালে ছোট্ট একটি ভিডিয়ো পোস্ট করে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রাম লাইভে অংশ নিতে অনুরোধ করেছেন তিনি। হাতে থাকবে গরম কফি। আর সঙ্গে প্রশ্নবান। তৃতীয় সন্তানকে গোটা দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অবসরে আপনার প্রশ্নের উত্তরও দেবেন করিনা।
করিনা প্রকাশ করবেন ‘করিনা কাপুর খানস্ প্রেগন্যান্সি বাইবেল’। তাঁর প্রথম বই। যে বইকে তিনি ‘তৃতীয় সন্তান’ আখ্যা দিয়েছেন। করিনা জানান, তাঁর মাতৃত্ব এবং এই বই লেখা, দুটোই জার্নি। ওই সময়ে কোনও দিন তিনি কাজ করতে পেরেছেন, কোনওদিন বা বিছানা ছেড়ে উঠতে পারেননি। সন্তানকে গর্ভে ধারণ করার সময় শারীরিক এবং মানসিক যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, এ বইয়ে রয়েছে সেই খতিয়ান। করিনার কথায়, “অনেক দিক থেকে এই বই আমার তৃতীয় সন্তান…। উত্তেজনাও হচ্ছে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে নার্ভাসও লাগছে…।”
সন্তান গর্ভে আসার পরই যে কোনও মেয়ের শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তন নিজের জীবনে কীভাবে সামলেছেন করিনা, সে সবই এই বইয়ের মাধ্যমে শেয়ার করেছেন তিনি। হবু মায়ের কেমন ডায়েট প্রয়োজন, কতটা ওয়ার্কআউট আসন্ন সন্তানের জন্য ভাল, সে সব সাজেশনও দিয়েছেন তিনি।
এ বার মাতৃত্ব এবং এই বই নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন আপনি। আগামী সোমবার তৈরি থাকুন…।
আরও পড়ুন, দুই বউমা নাচছেন, বাহবা দিচ্ছেন শাশুড়িরা! ‘রাসমণি’র সেটে হচ্ছেটা কী?