লাল সিং চাড্ডা মুক্তির পাওয়ার পর থেকেই পরবর্তী ছবির কাজে হাত দিয়েছেন করিনা কাপুর খান। পাল্লা দিয়ে কাজ করে চলেছেন এই সেলেব। যদিও লাল সিং চাড্ডা খুব ভাল ফল করতে পারেনি বক্স অফিসে। বিভিন্ন ক্ষেত্রে এই ছবির কড়া সমালোচনা করা হয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে বয়কট ট্রেন্ডও। তবে থেমে থাকা নয়, এরই মাঝে পরের ছবির কাজ শুরু। তারই শুটিং নিয়ে ব্যস্ত এখন করিনা কাপুর খান। বিদেশে পাড়ি দিচ্ছেন তিনি। লন্ডন গেলেও সঙ্গে রাখতে পারছেন না বড় ছেলে তৈমুরকে। সঙ্গে জেহকে নিয়ে যান করিনা কাপুর। তবে তৈমুরের চলছে স্কুল। সেই কারণেই তাঁকে নিয়ে যাওয়া যাবে না। ফলে এখন ছেলের দায়িত্ব সইফ আলি খানের ওপর।
করিনা কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি ও সইফ আলি খান পালা করেই সন্তানদের দেখাশোনা করে থাকেন। সন্তানদেরকে সময় দেওয়াটা তাঁরা ভাগ করে নেন। এতদিন সইফ আলি খান বিক্রম বেধা ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে করিনা কাপুর খান তখন বাড়ি সামলাচ্ছিলেন। এবার সইফ খানিকটা সময় বার করে নিয়েছে ছেলের দায়িত্ব নিয়েছেন, করিনা কাপুর সেই সময়টা লন্ডনে পাড়ি দিচ্ছেন। যদিও নিজেই জানান করিনা কাপুর, তাঁর মোটেও ভাল লাগছে না ছেড়েকে ছেড়ে যেতে। তবে এভাবেই তাঁরা তাঁদের সন্তানদের বড় করে তুলছেন।
করোনার সময় খোদ করিনা কাপুরই জানিয়েছিলেন, তাঁর সন্তানেরা এতটা সময় বাবা মাকে কাছে পাচ্ছেন, এপর কীভাবে তাঁরা ব্যস্ত জীবনে মানিয়ে নেবে! যদিও তৈমুর এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, বুঝতেও শিখেছে। আর জেহ মায়ের সঙ্গে সঙ্গেই থাকে। কয়েকমাস আগে যখন দার্জিলিং-এ এসেছিলেন করিনা কাপুর, তখনও সঙ্গে জেহকে নিয়ে এসেছিলেন। এবারও সঙ্গে থাকছে ছোট ছেলে, আর তৈমুরের স্কুল সামলাবেন সইফ আলি খান।