তারকা সন্তান বলে কথা। জন্ম থেকেই সে ভাইরাল। দেশের সবচেয়ে ‘কিউট’ বাচ্চার খেতাব পেয়েছে নেটিজ়েনদের ভোটে। তার আদলে পুতুল তৈরি হয়েছে। তৈমুর আলি খান। ছোটে নবাব সইফ আলি খানের তৃতীয় সন্তান ও অভিনেত্রী করিনা কাপুর খানের প্রথম। কাপুর ও নবাবের রক্ত যাঁর শরীরে মিশে, সে তো লাজবাব হবেই। নেটিজ়েনদের বিচারে তৈমুর এমনই এক শিশু, যার প্রত্যেক পদক্ষেপ চুম্বকের মতো টেনেছে দেশের হাজার হাজার মানুষকে। আজ (২০.১২.২০২১) সেই শিশুর জন্মদিন।
তাঁর জন্মদিনে মা করিনা কী লিখলেন? লিখলেন অনেক কিছুই। আবেগ ঢেলে দিয়েছেন তাঁর সাম্প্রতিকতম পোস্টে। তৈমুর তখন সবে হাঁটতে শিখেছে। এক অনন্য মুহূর্ত। ক্রিসমাসের ঠিক আগেই তৈমুরের জন্মদিন। প্রথম ওয়াকিং ভিডিয়োতে তার পরনে বড়দিন বিশেষ ওয়ানপিস সুট। বুকের কাছে সান্তা ক্লজ অ্যাপলিক, ক্রিসমাস গাছের ছবি। উৎফুল্ল মুখে হাঁটতে শুরু করল সে। কারও সাহায্য ছাড়া। প্রথমবার। পায়ে লাল মোজা।মায়ের বীরপুরুষ এগিয়ে এল দ্রুত। তারপরই ধপাস… পড়ে গেল কার্পেট বিছানো মেঝেতে। পরক্ষণে নিজে থেকেই উঠে দাঁড়ালো একরত্তি। মায়ের সে কী আনন্দ। ছেলের প্রথম স্বাধীন পথচলা। আবেগ যেন বাঁধনহীন।
করিনা লিখেছেন, “তোমার প্রথম পদক্ষেপ, তোমার প্রথম পড়ে যাওয়া। আমি রেকর্ড করেছিলাম। খুব গর্বিত ছিলাম সেদিন। তোমার প্রথম কিংবা তোমার শেষ পড়ে যাওয়া, আমার পুত্র, আমি জানি নিশ্চিত, তুমি বার বারই নিজে থেকে উঠে দাঁড়াতে পারবে। আরও বড় পা ফেলবে পরমুহূর্তেই। মাথা তুলে দাঁড়াবে ঠিক। আরও অনেক পথ হেঁটে যাবে তুমি কারণ তুমি আমার টাইগার… আমার হৃদস্পন্দন। আমার টিম টিম.. তোমার মতো কেউ নেই।”
তৈমুরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। মাসি করিশ্মা কাপুর লিখেছেন, “বিগ বয়… শুভ জন্মদিন আমাদের প্রাণ। তোমাকে অনেক অনেক ভালবাসি।”
আরও পড়ুন: Susmita Sen: ‘মিষ্টি’ বাবার ‘চিনি’ মেয়ে; বাবার জন্মদিনে সুস্মিতা বললেন…