Kareena Kapoor: কাপুর পরিবারের মহিলাদের শুটিং-এ না, ছকভেঙে মেয়ের চোখে ‘কুল ড্যাডি’ রণধীর

Gossip: যাঁরা বিয়ে করে কাপুর পরিবারে আসতেন, তাঁরা আগে অভিনেত্রী হলেও বিয়ের পর ছেড়ে দিতে হত পর্দার সামনে কাজ। আর এই প্রথা ভেঙে প্রথম সাহসী পদক্ষেপ নিয়েছিলেন রণধীর কাপুরের মেয়ে করিশ্মা কাপুর।

Kareena Kapoor: কাপুর পরিবারের মহিলাদের শুটিং-এ না, ছকভেঙে মেয়ের চোখে কুল ড্যাডি রণধীর

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 12, 2023 | 4:30 PM

কাপুর পরিবার, বলিউডের কাণ্ডারী বললে খুব একটা ভুল হবে না। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে রাজ কাপুর, বলিউডকে যেন হাতে করে তৈরি করেছিলেন তাঁরা। কাপুর পরিবারের সেই আধিপত্য, দাপট আজও বর্তমান সিনেপাড়ায়। তবে একটা সময় ছিল যখন কাপুর পরিবারের মহিলাদের অভিনয় করার কোনও সুযোগই ছিল না। কাপুর পরিবারে মেয়েরা কোনওদিন অভিনয়ে নাম লেখাতে পারতেন না। আবার যাঁরা বিয়ে করে কাপুর পরিবারে আসতেন, তাঁরা আগে অভিনেত্রী হলেও বিয়ের পর ছেড়ে দিতে হত পর্দার সামনে কাজ। আর এই প্রথা ভেঙে প্রথম সাহসী পদক্ষেপ নিয়েছিলেন রণধীর কাপুরের মেয়ে করিশ্মা কাপুর। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী করিনা কাপুর। ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে আলোকপাত করতে দেখা গেল অভিনেত্রীকে।

করিনা কাপুর জানালেন এ বিষয়ে তাঁর বাবা অন্যদের থেকে অনেকটা আলাদা। পুরনো ন্যায় নীতি আঁকড়ে বসে থাকাতে বিশ্বাসী নন তিনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে পাল্টানোটা ভীষণ প্রয়োজন। যে বদল প্রথম পরিবারে নিয়ে এসেছিলেন রণধীর কাপুর। করিশ্মা কাপুরকে অভিনয় করতে অনুমতি দিয়েছিলেন তিনি। কারিনা কাপুর জানান, সন্তানদের জন্য অভিভাবকদের এই বদলটা ভীষণ প্রয়োজন। সময় পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে, তাই সন্তানের চাহিদা অনুযায়ী নিজেদের পাল্টে ফেলাটাই উচিত। এসব ক্ষেত্রে তাঁর বাবা ভীষণ খোলা মনের মানুষ ছিলেন, যার ফলে কারিশ্মা কাপুর এবং করিনা কাপুর এই সুযোগটা পেয়েছেন বলেই দাবি করলেন বলিউড বেবো।

করিনা কাপুর জানান, তিনি যখন প্রথম দেখেন কারিশ্মা কাপুরকে অভিনয় করতে এবং পর্দায় রাতারাতি জনপ্রিয় হয়ে উঠতে, তখন তিনিও বিষয়টা ভীষণ চ্যালেঞ্জের সঙ্গে নিয়েছিলেন। দিদির সাফল্য দেখে নিজেকে তৈরি করতে শুরু করে দিয়েছিলেন করিনা, অনেক ছোট বয়স থেকেই। একদিকে কাপুররা যেমন বহু অভিনেত্রীর জন্ম দিয়েছে, তেমনি নিজের ঘরেই বহু অভিনেত্রীর মৃত্যু দেখেছেন তাঁরা। তবে সেই প্রথা ভেঙে রণধীর কাপুর তাঁর মেয়েদেরকে যখন এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখনই সবটা যেন পাল্টে গেল রাতারাতি। এখন কাপুর পরিবারের মেয়েরাও অভিনয় করছে মাথা উঁচু করে। তেমনই কাপুর পরিবারের বউ অর্থাৎ আলিয়া ভাটও দাপটের সঙ্গে রাজত্ব করছে বলিউডে। করিনা কাপুরের কথায়, এই বদলটা ঘটানোর সাহস দেখিয়েছিলেন তাঁর বাবা, যার জন্য তিনি বরাবর গর্বিত।