AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saif-Karina: করিনার এই অভ্যেস একদম পছন্দ না সইফের, বিরক্ত নবাব

Saif-Karina: করিনা কাপুর খান-- তিনি সব সময়েই হট অ্যান্ড হ্যাপেনিং। অন্যদিকে সইফ আলি খান মানেই খানিক গম্ভীর।

Saif-Karina: করিনার এই অভ্যেস একদম পছন্দ না সইফের, বিরক্ত নবাব
বিরক্ত সইফ।
| Updated on: Mar 20, 2023 | 11:17 AM
Share

করিনা কাপুর খান– তিনি সব সময়েই হট অ্যান্ড হ্যাপেনিং। অন্যদিকে সইফ আলি খান মানেই খানিক গম্ভীর। পাপারাৎজি তাঁর মোটে পছন্দ নয়। যেখানে সেখানে দাঁড় করিয়ে কেউ তাঁকে পোজ দিতে বলবে, একদম চান না নবাবপুত্র। আর করিনা? তিনি কিন্তু আমার বেজায় ‘ক্যামেরা ফ্রেন্ডলি’। অর্থাৎ পাপারাৎজির সঙ্গে দারুণ সখ্য তাঁর। পোজ দেওয়ার অনুরোধ এলে করিনার ‘না’ নেই। আর স্ত্রীর এই স্বভাব একদম পছন্দ করেন না সইফ। করিনাকে সাফ বলেই দেন, “কেন সব সময় পোজ দিয়ে যাচ্ছ”? এ কথা নিজেই জানিয়েছেন করিনা। তিনি বলেন, “আমার কথা হল, যদি কেউ ছবি তুলতে চায়, তুলুক না। আমি কী করতে পারি। কিন্তু হ্যাঁ, কিছু সময় সত্যি বিরক্ত লাগে। বাড়ির নীচে চলে আসা, বাচ্চাদের ছবি তোলা এগুলো কারই বা ভাল লাগে?” তিনি যোগ করেন, “ওকে আমি বলি, এটাই আমি। ও ছবি তুলতে চায় না। কিন্তু আমি এমনই”।

এই মাসের শুরুতে সইফ ও করিনার সঙ্গে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। তাঁদের আবাসনের নীচে গভীর রাতে পৌঁছে যায় পাপারাৎজি। সইফ বেশ রেগে যান। বলেন, “হ্যাঁ, এবার আমাদের বেডরুমে চলে আসুন। শোনা যায়, সইফ নাকি তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছেন রাতদুপুরে বাড়ির ভিতরে ঢুকে যাওয়ায়। যদিও এক বিবৃতি প্রকাশ করে সইফ জানান এমনটা করছেন না তিনি। তিনি বলেন, “নিরাপত্তারক্ষীকেও বের করে দেওয়া হচ্ছে না। আইনি ব্যবস্থাও নিচ্ছি না। কিন্তু একজনের ব্যক্তিগত সম্পত্তির ভিতরে এই ধরনের অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না। এটা খারাপ ব্যবহার। সবার সীমার মধ্যে থাকা উচিৎ। পাপারাৎজির সঙ্গে সব সময় আমরা সহযোগিতা করে এসেছি। কিন্তু সেটা বাড়ির বাইরে, গেটের বাইরে। সীমারেখাটা কোথায় টানতে হয় সেটা শেখা উচিৎ।”