অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় চলচ্চিত্র উৎসব। সেখানেই হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান। তাঁর ও কিয়ারা আডবাণীর ছবি ‘সত্যপ্রেম কি কথা’ প্রদর্শনের কথা ছিল সেখানে। ছবিটি দেখানোর পরেই ঘটে যায় এক কাণ্ড। দর্শকমহল থেকে এক সুন্দরী আচমকাই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তাঁকে। তাঁকে কী উত্তর দেন কার্তিক জানেন? ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কার্তিককে একজন বলেন,”আমি জানি আর কোনওদিনও তোমাকে বলার সুযোগ পাব না। তাই এখনই বলতে চাই, কার্তিক, আমাকে তুমি বিয়ে করবে?” শোনামাত্রই লজ্জায় লাল হয়ে যান কার্তিক। শুধু কি লজ্জা? ওই ভিডিয়োও শেয়ার করে তিনি লেখেন, “আমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। মা কে জিজ্ঞাসা করে উত্তর দিচ্ছি।” বিয়ের প্রস্তাবে না বললেও খালি হাতে ফেরাননি কার্তিক। তরুণীকে জড়িয়ে ধরে মনোবাঞ্ছা পূরণ করেন তিনি।
বলিউডে জেন জেডের পছন্দের অভিনেতা কার্তিক আরিয়ান। ২০২২ সাল, একের পর এক বলিউডের ছবি যখন রীতিমত প্রশ্নের মুখে, তখনই আড়াইশো কোটি টাকার ব্যবসা করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন তিনি। ছবির নাম ‘ভুল ভুলাইয়া ২’। তাঁর হাতেও এই মুহূর্তে রয়েছে একগুচ্ছ কাজ।
v