kartik Aaryan: বলিউডের ‘শেহজ়াদা’, মোটা টাকা ব্যয় করে নিজেকে কী উপহার দিলেন কার্তিক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 08, 2023 | 2:39 PM

কার্তিক আরিয়ান, বলিউডের তিনি শেহজ়াদা। একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে। সদ্য মুক্তি পেয়েছে সত্য প্রেম কি কথা। তবে এই ছবি বক্স অফিসে খুব একটা জায়গা করতে পারেনি। এখনও পর্যন্ত ১০০ কোটির গণ্ডি পেরতে পারেনি ছবি। তবে কার্তিক আরিয়ানের চরিত্র পছন্দ করেছেন অনেকেই। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণীর জুটি। বর্তমানে […]

kartik Aaryan: বলিউডের শেহজ়াদা, মোটা টাকা ব্যয় করে নিজেকে কী উপহার দিলেন কার্তিক

Follow Us

কার্তিক আরিয়ান, বলিউডের তিনি শেহজ়াদা। একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে। সদ্য মুক্তি পেয়েছে সত্য প্রেম কি কথা। তবে এই ছবি বক্স অফিসে খুব একটা জায়গা করতে পারেনি। এখনও পর্যন্ত ১০০ কোটির গণ্ডি পেরতে পারেনি ছবি। তবে কার্তিক আরিয়ানের চরিত্র পছন্দ করেছেন অনেকেই। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণীর জুটি। বর্তমানে কার্তিকের সঙ্গে কাজ করতে চাইছেন বলিউডের একগুচ্ছ পরিচালক। অভিমানের পারদ গলেছে করণ জোহারেরও। ফলে কয়েকদিন পর তাঁর সঙ্গে কার্তিক ছবি সাক্ষর করলে কেউ খুব একটা অবাক হবেন না। তবে বর্তমানে খবরের শিরোনামে থাকা এই স্টার নিজেকে এবার দিয়ে বসলেন এক দামী উপদার।

বাড়ি কিনে ফেললেন তিনি। যার দাম পড়ল ১৭.৫০ কোটি টাকা। মোট ১৯১৬ স্কোয়ারফিট জায়গা নিয়ে তৈরি এই অ্যাপার্টমেন্ট। তৃতীয় তলা কিনলেন তিনি। জুহুতে অবস্থিত এই ফ্ল্যাটে পরিবার নিয়েই থাকবেন কার্তিক। এই একই বিল্ডিং-এ তাঁর মাও থাকেন। নবমতলায় তাঁর ফ্লোর। ২০১১ সালে পেয়ার কা পঞ্চনামা ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। ইতিমধ্যেই স্ট্যাম্প ডিউটি হয়ে গিয়েছে। ১ কোটি ৫ হাজার টাকা ব্যয় ফ্লাট নিজের দখলে নিলেন কার্তিক। দুটি গাড়ি রাখার জায়গাও পেয়েছেন তিনি।

বর্তমানে বলিউড সূত্রে খবর এবার নয়া জুটিতে দেখা যাবে কার্তিককে। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল এই জুটির খবর। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই খবর। শ্রদ্ধা কাপুর নিজেই নিশ্চিত করেছেন এই প্রজেক্টের খবর। কার্তিক আরিয়ানের পাইপ লাইনে এখন একগুচ্ছ ছবি। তারই মাঝে বড় খরচ করলেন কার্তিক। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ছবির খবর। যদিও ছবি নিয়ে এখনও মুখ খোলেননি কার্তিক আরিয়ান।

Next Article