Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aaryan: সারা-অনন্যা অতীত, হৃতিকের আত্মীয়ের সঙ্গে প্রেম কার্তিকের?

Kartik Aaryan: বলিপাড়ায় খবর রটেছে, আবার নাকি প্রেমে পড়েছেন কার্তিক। প্রেমিকা নাকি আবার হৃতিক রোশনের আত্মীয়!

Kartik Aaryan: সারা-অনন্যা অতীত, হৃতিকের আত্মীয়ের সঙ্গে প্রেম কার্তিকের?
হৃত্বিকের আত্মীর সঙ্গে এবার নাম জড়াল কার্তিকের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 8:00 AM

কার্তিক আরিয়ান– নেই কোনও স্টারকিড ট্যাগ। নেই ‘গডফাদার’ও। বলিউডে নিজের চেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কার্তিক । তাঁর ভক্তসংখ্যাও নেহাত কম নয়। কখনও সারা, কখনও অনন্যা, কার্তিকের নাম জড়িয়েছে বলিউডের তাবড় স্টারকিডদের সঙ্গে। এসেছে ব্রেকআপের খবরও। তবে বলিপাড়ায় খবর রটেছে, আবার নাকি প্রেমে পড়েছেন কার্তিক। প্রেমিকা নাকি আবার হৃতিক রোশনের আত্মীয়! ভাবছেন তো কে? রটেছে হৃতিকের বোন পশমিনা রোশনের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। এমনকি বিশেষ বিশেষ জায়গায় একসঙ্গে দেখাও যাচ্ছে তাঁদের।

হৃত্বিকের তুতো বোন পশমিনা

কে এই পশমিনা? হৃতিকের কাকা রাজেশ রোশনের মেয়ে পশমিনা। এখনও পর্যন্ত বলিউডে ডেবিউ হয়নি তাঁর। তবে হতে চলেছে খুব শীঘ্রই। রোহিত শরফের সঙ্গে দেখা যাবে তাঁকে। বিপরীতে রোহিত শরফ? আর কার্তিকের সঙ্গে তাঁর প্রেমের খবর? তা কতটা সত্যি? কার্তিক ঘনিষ্ঠদের মতে এ খবর একেবারেই ভুয়ো। তাঁরা বন্ধু, একসঙ্গে আউটিংয়ে গেলেও প্রেম! একেবারেই না। এই মুহূর্তে কাজ নিয়ে বেজায় ব্যস্ত কার্তিক। ‘ভুল ভুলাইয়া ২’-এ ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি। হাতেও রয়েছে বেশ কিছু ছবি।

শশাঙ্ক ঘোষের ‘ফ্রেডি’তে দেখা যাবে তাঁকে। যা এই ডিসেম্বরেই মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। এ ছাড়াও ‘সত্যপ্রেম কি কথা’ , ‘শেহজাদা’ সহ আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে। কার্তিক ঘনিষ্ঠরা প্রেমের কথা স্বীকার করেননি ঠিকই। কিন্তু কথাতেই তো বলে, যা রটে তা বটেও।