কেট-কে কম্পিটিশন দিলেন কার্তিক! ‘রোজ়’-এর পোজ় নকল করে পোস্ট করলেন ছবি

কার্তিককে শেষ দেখা গিয়েছিল ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবিতে। তাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘ভুল-ভুলাইয়া-২’ এবং ‘ধামাকা’ ছবিতে।

কেট-কে কম্পিটিশন দিলেন কার্তিক! 'রোজ়'-এর পোজ় নকল করে পোস্ট করলেন ছবি
কার্তিক-কেট।
Follow Us:
| Updated on: May 28, 2021 | 5:47 PM

মার্কিন অভিনেত্রীর সঙ্গে কম্পিটিশন! ‘টাইটানিক’-এর রোজ অর্থাৎ কেট উইন্সলেটর হুবহু পোজ নকল করে ছবি পোস্ট করলেন কার্তিক আরিয়ান। বছর তিরিশেকের অভিনেতা শার্টলেস ছবি করেছেন পোস্ট। নিজের ইনস্টা হ্যান্ডেলে সে ছবি পোস্ট করে লেখেন, ‘কার্তিক আরিয়ান-১, কেট উইনস্লেট-০’। কার্তিকের গলায় ঝুলছে লকেট, ঠিক যেমন ছিল রোজে়র গলায়। জ্যাক (লিওনার্ডো দি ক্যাপরিও) যখন সেই অসামান্য সিনটিতে রোজের পোট্রেট আঁকছেন, যে পোজে শুয়ে ছিলেন রোজ়, সেই একই পোজে় শুয়ে রয়েছেন কার্তিক।

আরও পড়ুন মুম্বইতে ৩১ কোটি টাকার ডুপ্লেক্স কিনলেন অমিতাভ বচ্চন

‘পতি, পত্নী অউর উয়ো’ খ্যাত অভিনেতার পোস্টে কমেন্ট করেছেন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। লিখেছেন, ‘উফফফফফ’। কার্তিক দিয়েছেন রিপ্লাই, লিখেছেন ‘আমি সহমত’। কমেন্ট সেকশনে উপচে পড়ছে কমেন্ট। লাইকসের বন্যা শুরু হয়ে গিয়েছে কার্তিকের পোস্টে।

কার্তিক তাঁর প্রতিটি ছবির ক্যাপশন নিয়ে বেশ ওয়াকিবহাল। বুদ্ধিদীপ্ত ক্যাপশন দিয়ে পোস্ট করেন ছবি এবং সে সব পোস্টে ফ্যানদের কমেন্টও চোখে পড়ার মতো। কিছুদিন আগে নিজের এর ছবি পোস্ট করে লেখেন, ‘শুধুমাত্র ভুল ক্যাপশন’। তারপর সেই কমেন্টেবক্সে ফ্যানদের শুধুমাত্র ভুল ক্যাপশন পড়তে দেখা গিয়েছিল। ছবিতে কার্তিকের মুখে লেপা ছিল মাটি। চলতি মাসের শুরুতে ডাইনোসরের সঙ্গে পোস্ট করেছিলেন ছবি। ক্যাপশনে লিখেছিলেন, ‘করোনা এবার মাস্কহীন মুখগুলোয় পিছলে পড়বে।’

কার্তিককে শেষ দেখা গিয়েছিল ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবিতে। তাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘ভুল-ভুলাইয়া-২’ এবং ‘ধামাকা’ ছবিতে।