বর্তমানে বক্স অফিসে ঝড় তুলেছেন কার্তিক আরিয়ান। ভুল ভুলাইয়া ২ ছবি এখন জল্পনার তুঙ্গে। ২০০ কোটির ক্লাবে ইতিমধ্যেই জায়গা করার স্বপ্ন দেখছে ছবির নির্মাতারা। সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ছবি সম্রাট পৃথ্বিরাজ এক কথায় সেই পরিমান দর্শক টানতে পারছে না প্রেক্ষাগৃহে। যার ফলে কার্তিক এখন বি-টাউনের নজরের কেন্দ্রে। এক কথায় যাকে বলে বিতর্কের পর কামব্যাক। এমনভাবেই ফিরলেন কার্তিক, যে তাঁকে বলিউডের কিং বলতেও পিছপা হল না নেটিজ়েনরা। শাহরুখ খানের সঙ্গে তুলনা টানায় বেজায় মুগ্ধ হয়ে গেলেন কার্তিক আরিয়ান। তবে এখনই এই তকমা নিতে নারাজ তিনি। কার্তিকের কথায় এখনও অনেকটা পথ চলার বাকি। তাই কিং হয়ে ওঠা নয়, তবে ভক্তরা তাঁকে এই নাম দিয়েছে শুনে তিনি বেশ খুশি।
এই প্রসঙ্গে আরও একটি বিষয় নজর কাড়ে, বিতর্ক এড়াতে যে কার্তিক এখন দিব্যি শিখে গিয়েছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই। কারন একটাই, কেরিয়ারে দ্বিতীয় বারের সুযোগ হাতছাড়া করতে নারাজ তিনি। বলিউডে কোণ ঠাঁসা হয়ে যাওয়ার পর কার্তিক আবারও নিজের জায়গা ফিরে পেলেন ভুল ভুলাইয়া ২ ছবির হাত ধরেই। দর্শকেরা এতটাই মুগ্ধ কার্তিকের এই ছবিকে নিয়ে, যে তাঁকে রাতারাতি কিং-এর তকমা দিতে রাজি। তবে তা নিয়ে বিতর্কে ঘি না ঢেলে বরং জল ঢাললেন কার্তিক। সাফ জানালেন, তিনি বরং প্রিন্স হতে পারেন বলিউডের।
তবে ভবিষ্যতে বলিউডে রাজত্ব করার সম্ভাবনাকে অস্বীকার করলেন না তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন এই পদবী যদি কোনদিন তিনি পান, নিঃসন্দেহে তাঁর ভালো লাগবে। তবে এখনো অনেক ভাল কাজ করার আছে তাঁর। একসময় যে কার্তিক আরিয়ান বলিউডে কোণঠাসা হয়ে পায়ের তলার মাটি জমিটুকু বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন, তিনি আজ সেরা সেরা। অক্ষয় জনপ্রিয় ছবি ভুল ভুলাইয়া ২-তে তিনি যে এভাবে সকলকে চমকে দেবেন তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তবে কার্তিক প্রথম থেকেই জানিয়েছিলেন তিনি অক্ষয় কুমারের ভক্ত, কোনরকমে প্রতিযোগিতাতেই তিনি যেতে চান না। আগামীতে একাধিক ছবির কাজ নেই ব্যস্ত রয়েছেন কার্তিক আরিয়ান। ভক্তরা এখন অপেক্ষায় নতুন উদ্যমে কার্তিককের দৌড় দেখার।