Bollywood Gossip: শাহরুখের সঙ্গে কান-ফিসফিস, কী নিয়ে কথা খোলসা করলেন কার্তিক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 26, 2022 | 8:32 PM

Viral Video: সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ভাইরাল হলেন কার্তিক আরিয়ান। দেখা গেল দুই স্টারকে প্রকাশ্যে কথা বলতে।

Bollywood Gossip: শাহরুখের সঙ্গে কান-ফিসফিস, কী নিয়ে কথা খোলসা করলেন কার্তিক

Follow Us

সম্প্রতি বলিউডে নতুন করে পায়ের তলার মাটি শক্ত করেছেন কার্তিক আরিয়ান। ভুল ভুলাইয়া ২ ছবি কার্তিক আরিয়ানের কেরিয়ারে এক কথায় যেন কামব্যাক। রাতারাতি ছবি জায়গা করে নিয়েছিল বক্স অফিসে। যখন সাউথ ও বলিউডের তুলনামুলক আলোচনা তুঙ্গে, একের পর এক সাউথ ছবি হিট হচ্ছে বক্স অফিসে, ঠিক তখনই নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল একমাত্র কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ২ ছবি। বক্স অফিসে যা আয় করেছে ২৫০ কোটি টাকা। এই ছবির হাত ধরেই যেন কার্তিক আবার বলিউডের মূল স্রোতে ফিরে এলেন।

এবার তাঁকে দেখা গেল কিং খানের সঙ্গে। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ভাইরাল হলেন কার্তিক আরিয়ান। দেখা গেল দুই স্টারকে প্রকাশ্যে কথা বলতে। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো। সকলের মাঝেই কানে কানে কথা বললেন কার্তিক আরিয়ান ও শাহরুখ খান। তবে কী ছিল সেই কথা, তা স্পষ্ট ছিল না কারুর কাছেই। সেই নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠতেই মুখ খোলেন কার্তিক। শাহরুখ খানকে দেখা যায় কার্তিকের গালে হাত দিয়ে সাবাসী জানাতে। কার্তিকের কথায় তাঁদের আলোচনার বিষয় ছিল ভুল ভুলাইয়া ২।

তিনি নাকি শাহরুখ খানকে জিজ্ঞেস করেছিলেন, তিনি ভুল ভুলাইয়া ২ দেখেছেন কি না, তার উত্তরে শাহরুখ খান জানান, অবশ্যই। কার্তিকের কথায় শাহরুখ দেখে নিয়েছেন এই ছবি। শুধু তাই নয়, শাহরুখ খান জানান, তাঁর কার্তিককে ভীষণ ভাল লেগেছে। এই নিয়েই তাঁদের কথা হয়েছে বলে প্রকাশ্যেই ফাঁস করে জল্পনার অবসান ঘটান কার্তিক আরিয়ান। এখন একাধিক ছবির প্রস্তাব কার্তিকের হাতে। বক্স অফিস হিটের নতুন সমীকরণের নাম এখন কার্তিক, মিটছে করণের সঙ্গে বচসাও।

Next Article