Kartik Aryan: কেমন মহিলা পছন্দ করেন কার্তিক আরিয়ান; উত্তর শুনলে চমকে যাবেন

Bollywood: দুই জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়েছেন কার্তিক। একজন তারকা সন্তান। অন্যজন নিজের চেষ্টায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। পেয়েছেন বিশ্বসুন্দরীর খেতাবও। এই দুই অভিনেত্রীর মিশেল থাকতে হবে কার্তিকের প্রেমিকার মধ্যে। তেমনটাই চাহিদা তরুণ অভিনেতার। জানিয়েছেন নিজ মুখেই।

Kartik Aryan: কেমন মহিলা পছন্দ করেন কার্তিক আরিয়ান; উত্তর শুনলে চমকে যাবেন
কার্তিক আরিয়ান।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 8:30 AM

বলিউডের শাহজ়াদা তিনি। তারকা সন্তান থেকে শুরু করে বলিউডের লড়াকু অভিনেত্রী–সকলেরই হট ফেভারিট নতুন প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান। জাহ্নবী কাপুর থেকে শুরু করে সারা আলি খান প্রত্যেকের সঙ্গেই সম্পর্কে নাম জড়িয়েছে কার্তিকের। সারা আলি খানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন খবরের শিরোনাম দখল করে থাকতেন কার্তিক। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছুদিন সিঙ্গেল ছিলেন তিনি। সম্প্রতি তিনি ‘ফ্রেডি’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ওটিটি অ্যাওয়ার্ডসে। একটি টক শোতে কার্তিককে জিজ্ঞেস করা হয়েছিল কী পছন্দ তাঁর।

কী ধরনের মেয়েকে প্রেমিকা হিসেবে পছন্দ কর্তিক আরিয়ানের? এই প্রশ্নের উত্তর শুনতে চান তাঁর অনুরাগীরা। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কার্তিক বলেছেন, করিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার গুণ আছে এমন মেয়েকেই তিনি পছন্দ করেন। সে রকম কাউকে পেলে তিনি তাঁকেই তাঁর প্রেমিকা করবেন।

কার্তিক আরিয়ানের মহিলা অনুরাগের সংখ্যা নিছক কম নয়। প্রচুর মেয়ে তাঁর প্রেমে পাগল। প্রতিনিয়ত তাঁর বাড়ির সামনে মহিলা অনুরাগীদের ভিড় জমে। কার্তিকও কাউকে ফিরিয়ে দেন না। তাঁদের সঙ্গে দেখা করতে নেমে আসেন বাড়ির নীচে। অনেকটা তাঁদেরকেই জানানো কার্তিকের কেনন প্রেমিকা পছন্দ।