টানা তিন দিন জয়পুরের প্রাসাদ ছিল ইন্দ্রপুরী। বিদেশ থেকে সরঞ্জাম, ভিন রাজ্য থেকে সবজি, মুম্বই থেকে স্টাইলিস্ট, আর প্রত্যন্ত গ্রাম থেমে মেহেন্দি শিল্পী… সব মিলিয়ে সে ছিল এক এলাহি আয়োজন। এত আনন্দ, এত আয়োজনের অবশেষে হ্যাপি এন্ডিং। বিয়ে করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গোলাপি লেহেঙ্গায় নিজেকে মুড়ে ভিকির হাতে হাত আর সারাজীবন একসঙ্গে চলার প্রতিজ্ঞা নিয়ে বরমালা গলায় পরিয়ে দিলেন বলিউডকে ভালবেসে এখানেই থেকে যাওয়া ব্রিটিশ মেয়েটি।
কেরিয়ারে তুলনামূলক ‘নতুন’ ভিকিও শেরওয়ানি আর বরমালা পরে একগাল চওড়া হাসি নিয়ে শুরু করলেন নতুন জীবন। ছবি ফাঁস হওয়ার জো নেই। কড়া নিরাপত্তা, ওটিটির সঙ্গে স্বত্ব বেচা আগেই হয়েছে। তবু উৎসুক জনতার ভিড়ের চোখ এড়াল না সিক্স সেন্সের আলোর রোশনাই, গানের আসর। শতাব্দীপ্রাচীন ওই প্রাসাদ যেন কত শত বছরের কোনও এক রাজা-রানির বিয়ের মুহূর্ত ফিরে দেখল আরও একবার।