Katrina Pregnancy: বেবিবাম্প লুকতেই কী ক্যামেরার সামনে আসছেন না ক্যাটরিনা? জানুন আসল সত্যি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 24, 2023 | 3:31 PM

Bollywood Gossip: গত কয়েকদিন ধরে ভিকি কৌশলের পাশে দেখা মিলছে না ক্যাটরিনার। সে বাড়ির গণেশ চতুর্থী পালন হোক কিংবা আম্বানির বাড়িতে সেলিব্রেশনের শামিল, ''তবে কী বেবিবাম্প লুকোতেই এবার ক্যামেরার আড়ালে থাকছেন ক্যাটরিনা?'' বিভিন্ন মহলে এই জল্পনা যখন তুঙ্গে, তখনই অন্য খবর ঘুরছে বলিউডে।

Katrina Pregnancy: বেবিবাম্প লুকতেই কী ক্যামেরার সামনে আসছেন না ক্যাটরিনা? জানুন আসল সত্যি

Follow Us

প্রেম মানেই বিয়ে, বিয়ে মানেই সন্তান, এ চক্রব্যূহ থেকে যেন বেরিয়ে আসার উপায় নেই। কেউ যদি এই ছকের বাইরে নিজের জীবন সাজাতে চান, বা নিজের জীবন গোছানোর চেষ্টা করেন তাঁর ক্ষেত্রে বারবার ফিরে আসে এই ধরনের প্রশ্ন। কে কার সঙ্গে সম্পর্কে রয়েছে, সে খবর কানে আসা মাত্রই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে ”তাহলে কবে বিয়ে”? বিয়ের পিঁড়িতে পাত্র পাত্রী বসার পর শুরু হয়ে যায় ”আচ্ছা সন্তান আসবে কবে?” যে প্রশ্নের মুখোমুখি বারবার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে, দীপিকা পাড়ুকোনকে, এবার পালা ক্যাটরিনা কইফের। বিয়ের পর থেকেই একাধিকবার শোনা গিয়েছে তিনি নাকি অন্তঃসত্ত্বা। কখনও তাঁর ঢিলেঢালা পোশাক দেখে অনুমান করে নেওয়া হয়েছে, তিনি বেবিবাম্প লুকানোর চেষ্টা করছেন, কখনও আবার পারিবারিক ছবিতে তাঁর গঢ় হাজিরা।

গত কয়েকদিন ধরে ভিকি কৌশলের পাশে দেখা মিলছে না ক্যাটরিনার। সে বাড়ির গণেশ চতুর্থী পালন হোক কিংবা আম্বানির বাড়িতে সেলিব্রেশনের শামিল, ”তবে কী বেবিবাম্প লুকোতেই এবার ক্যামেরার আড়ালে থাকছেন ক্যাটরিনা?” বিভিন্ন মহলে এই জল্পনা যখন তুঙ্গে, তখনই অন্য খবর ঘুরছে বলিউডে। শোনা গেল গত কয়েকদিন ধরে দেশেই ছিলেন না ক্যাটরিনা। সেই কারণেই পরিবারের কোনও অনুষ্ঠানে কিংবা ভিকি কৌশলের সঙ্গে দেখা মিলছে না তাঁর। এ খবর সামনে আসতেই এক শ্রেণির প্রশ্ন তবে কেন বিমানবন্দরে তাঁর ছবি ধরা পরল না? পাপারাৎজিরা সর্বদাই মুম্বাইয়ের দুটি বিমানবন্দরে উপস্থিত থাকেন সেলেবদের গতিবিধির ফ্রেমবন্দি করবেন বলে। তবে কেন সেই তালিকায় নাম থাকল না ক্যাটরিনা? এবার মিলল তার উত্তর, কাক ভোরে রওনা দিয়েছিলেন তিনি, আর সেই কারণেই বিমানবন্দরের ছবি প্রকাশ্যে আসেনি। তিনি অন্তঃসত্ত্বা নন বরং একগুচ্ছ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলেই খবর ঘনিষ্ঠ সূত্রে।

Next Article