২০০৩ সালে কেরিয়ার শুরু। ‘বুম’ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফ বলিউডে পা রেখেছিলেন। তবে থেকে আজ অবধি চলার পথে পাশে এসেছেন বহু মানুষ, পাশ থেকে সরে গিয়েছিলেনও বহু। তবে একজন সমান কাটরিনাকে আগলে রেখে গিয়েছেন এই কুড়িটা বছর ধরে। নিজের অ্যাসিস্ট্যান্ট অশোক শর্মাকে তাই এবার সকলের সামনে আনলেন ক্যাটরিনা। দীর্ঘ কুড়ি বছর তাঁকে সহ্য করা কতটা কঠিন, কীভাবে ক্যাটরিনার প্রতিটা আবেগে তাঁকে আগলে রেখেছিলেন, সে সমস্ত তথ্য তুলে ধরলেন তা সোশ্যাল পোস্টে। তার সঙ্গে শেয়ার করে নিলেন একটি ছবিও। যা দেখা মাত্রই সকলেই এক বাক্যে প্রশংসা করলেন ক্যাটরিনা কাইফের।
অ্যাসিস্ট্যান্ট ছাড়া এক কথায় অথৈ জলে সেলেবরা। অথচ প্রত্যেকে তাঁদের সামনে এনে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বা তাঁদের যথাযথ প্রাপ্য সম্মান তাঁদেরকে অনেকেই হয়তো দিয়ে উঠতে পারেন না। ক্যাটরিনা কাইফ সে তালিকায় পরের না, তাঁর এই পোস্ট প্রমাণ করে দিল। পোস্ট দেখা মাত্রই প্রশংসায় ভরিয়ে দিল নেটদুনিয়া, তালিকা থেকে বাদ পড়লেন না খোদ প্রিয়াঙ্কা চোপড়াও।
কী লিখলেন ক্যাটরিনা?
”আজ ২০ বছর পূর্ণ হল। শ্রী অশোক শর্মা আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন। হাসি থেকে শুরু করে ঝগড়া, পানীয় চেয়ে মত বদলেও ফাইট। সেটে কেউ আমায় অতিরিক্ত খাটালে চোখের কোলে জল, এই সব অনুভুতিই আমাদের রয়েছে। এক বন্ধুত্বপূর্ণ মুখ প্রতিটা দিন আমার সামনে থাকে। এটাই স্থায়ী। আমি কী চাই বলার আগেই তাঁর জানা থাকে। সবসময় সচেতন দৃষ্টি দিয়ে থাকেন তিনি আমার দিকে। আরও আগামী ২০টা বছর…।”
এই মন্তব্য দেখার পরই নেট দুনিয়ায় ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ। প্রিয়াঙ্কা চোপড়া এই পোস্ট দেখা মাত্রই মন্তব্য করলেন, সেরা। এছাড়াও নেই দুনিয়ার আরও অন্যান্য ভক্তরা হাজির হলেন ক্যাটরিনাকে সাধুবাদ জানাতে। কেউ লিখলেন, ক্যাটরিনা সত্যি মাটির মানুষ, কেউ আবার লিখলেন তাঁর এই পদক্ষেপ সত্যিই অনুপ্রেরণা যোগায়।