Katrina Kaif Pregnancy: অন্তঃসত্ত্বার জল্পনা উস্কে আরও একবার ভাইরাল ক্যাটরিনা
Viral News: ঝড়ের গতিতে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। মুহূর্তে কমেন্টবক্স প্রশ্ন ওঠে তবে কি সত্যি অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কইফ!
বড়দিনেই প্রথম সামনে এসেছিল নতুন খবর। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অন্তঃসস্ত্বা ক্যাটরিনা কইফ। যদিও এই মর্মে কোনও প্রকার মুখ খুলতে নারাজ জুটি। সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে ওঠার মূল কারণ ছিল ক্যাটরিনা কইফের ফ্যাশন। সাম্প্রতিককালে বারে বারে তাঁকে দেখা যাচ্ছে ঢিলে ঢালা পোশাক পরতে। যা নিয়ে প্রশ্ন নেটপাড়ার। তবে কি বেবিবাম্প ঢাকতেই এই পোশাক নির্বাচন! যার সঠিক উত্তর এখনও মেলেনি। তারই মাঝে আরও একবার একই ভাইরাল হল ক্যাটের লুক। বিয়ের পর পঞ্চাবী নানা আচার অনুষ্ঠান বেশ উপভোগ করছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার লহোরিতে মাততে দেখা গেল তাঁকে। সেখান থেকে ফেরার পথে বিমান বন্দরে ফ্রেমবন্দি হলেন ক্যাটরিনা। তাতেই মুহূর্তে ভাইরাল হলেন তিনি।
এদিন সালোয়ার পরে ফ্রেবন্দি হন তিনি। ঝড়ের গতিতে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। মুহূর্তে কমেন্টবক্স প্রশ্ন ওঠে তবে কি সত্যি অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কইফ! সেলেবকে দেখা মাত্রই উঠতে শুরু করে একের পর এক ছবি। যা নেটপাড়ায় মুহূর্তে জল্পনা তুঙ্গে তোলে। যদিও এই খবর চেপে রাখার নয়। যথাসময় নিজেই খবর শেয়ার করে থাকবেন বলেও কথা দিয়েছেন সেলেবজুটি। তবে পাপারাৎজিদের চোখ এড়িয়ে কোনও খবরই চেপে রাখা সম্ভবপর নয়।
বিয়ের পর একবছর পার। এই জুটিকে নিয়ে তাই নেটিজ়েনদের একাধিক উপদেশ, এবার সন্তান নিয়ে নেওয়া উচিত। তবে দুজনেি এখন তাঁদের কেরিয়ারে বেশি নজর দিতে চান। তবে মা হওয়া নিয়ে দুই সেলেবের তরফ থেকেই কোনও খবরই এখনও পর্যন্ত সামনে আসেনি। তাই সুখবরের জন্য ভক্তদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।