AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katrina Kaif: একগুঁয়ে স্বামীর সঙ্গে এক বছর ঘর করলেন ক্যাটরিনা, মনে কতটা ক্ষোভ জমেছে তাঁর?

Vicky Kaushal: আর প্রথম বার্ষিকী পালনের আগেই ক্যাটরিনা জানিয়েছেন তাঁর স্বামী সম্পর্কে গোপন কিছু কথায।

Katrina Kaif: একগুঁয়ে স্বামীর সঙ্গে এক বছর ঘর করলেন ক্যাটরিনা, মনে কতটা ক্ষোভ জমেছে তাঁর?
ভিকি এদিন জানান, জুতো চুরি করার ক্যাটরিনার কাছে ভীষণ বকুনি খেতে হয় তাঁর শালিকাদের। একপয়সা না দিয়েই জুতো ফেরত পেয়েছিলেন তিনি কেবল ক্যাটের জন্যই।
| Updated on: Nov 02, 2022 | 1:23 PM
Share

বলি অন্দরের অনেকেই বলেছেন, ক্যাটরিনা কাইফ লক্ষ্মীমন্ত, শান্ত স্বভাবের মিষ্টি মেয়ে। ঘনিষ্ঠরা বলছেন, তিনি নাকি আদর্শ স্ত্রীও। ঘরোয়া এবং সংসারী। গত বছর ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাট। তাঁদের বিয়ে হয় একপ্রকার লুকিয়েই। তবে পাপারাৎজ়ির তৎপরতায় সকলেই হালহকিকত জেনেছিলেন সেই রাজকীয় বিয়ের। পরের মাসে এক বছরের বিবাহবার্ষিকী পালন করবেন ভি-ক্যাট। আর প্রথম বার্ষিকী পালনের আগেই ক্যাটরিনা জানিয়েছেন তাঁর স্বামী সম্পর্কে গোপন কিছু কথা, যা সহ্য করে ঘর করছেন জ্যান্ত ‘বার্বি’।

৪ নভেম্বর একটি ছবি মুক্তি পাচ্ছে ক্য়াটরিনার। সেই ছবির নাম ‘ফোন ভূত’। ছবির প্রচারে বারবারই স্বামী ভিকির প্রসঙ্গ উঠে আসছে। অকপট হয়ে জবাব দিচ্ছেন ক্যাটও। সে রকমই এক প্রচার পর্বে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ভিকির কোন জিনিসটা সবচেয়ে নাপসন্দ ক্যাটরিনার। একটুও সময় নষ্ট না করে তিনি জানিয়েছেন, এমনিতে স্বামী তাঁর খুবই যত্নবান। কিন্তু তিনি বড্ড একগুঁয়ে। ক্যাট বলেছেন, “ভিকির এই একগুঁয়েমিকে আমি সহ্য করি।”

কিন্তু এটুকু ত্রুটি সানন্দে মেনে নিয়েছেন ক্যাটরিনা। কথাতেই আছে, যাঁকে সবচেয়ে বেশি ভালবাসা যায়, তাঁর খারাপটাকেও গ্রহণ করা যায়। গ্রহণ করেছেন ক্যাটরিনাও। অভিনেত্রী এও বলেছেন, “বিবাহ আমাকে শিখিয়েছে কীভাবে অন্যকে কথা বলতে দিতে হয়, প্রাধান্য দিতে হয়।”

প্রেমের সম্পর্কে থাকার ৩ বছর পর বিয়ে করেন ভি-ক্যাট। তাঁদের সম্পর্ক নিয়ে কেউ প্রকাশ্যে কোনও কথা বলেননি পূর্বে। বিয়ের পরই প্রকাশ্য়ে এনেছেন সম্পর্কের কথা। তাঁদের বিয়ের পর এমনটাও শোনা গিয়েছিল, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। কিন্তু সেই প্রমাণ এখনও মেলেনি। সুতরাং, সেটিকে গুজব হিসেবেই ধরে নিয়েছেন অনেকে।