Vicky Kaushal: ‘অল দ্য বেস্ট ভিকি আঙ্কল’, সেদিন চিন্তায় আচ্ছন্ন ভিকিকে সাহস দেয় কারা, জানেন?
Vicky Kaushal: ভিকি কৌশল মানেই 'হ্যান্ডসাম হাঙ্ক'। তিনি যে কারও কাকু হতে পারেন, তাঁর অনুরাগীরা যেন এ কথা বিশ্বাসই করতে পারেন না।

ভিকি কৌশল মানেই ‘হ্যান্ডসাম হাঙ্ক’। তিনি যে কারও কাকু হতে পারেন, তাঁর অনুরাগীরা যেন এ কথা বিশ্বাসই করতে পারেন না। তবে তাঁকেই ‘কাকু কাকু’ বলে ডাক! শুধু কি কাকু? চিন্তায় আচ্ছন্ন ভিকিকে সাহস জুগিয়েছিল ওরাই। সে ভিডিয়ো খোদ ক্যাটরিনা কাইফই রেকর্ড করে পাঠিয়েছিলেন ভিকিকে। কী ঘটেছিল? অসমের এক স্টেজ পারফরম্যান্সের আগে হঠাৎ করেই বেশ চিন্তায় পড়ে যান ভিকি। সালটা ২০২০। ভিকির কথায়, “আমার ও ক্যাটরিনার মাদুরাইয়ে এক স্কুলে যাওয়ার কথা ছিল। স্কুলটির বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে যাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু শেষ মুহূর্তে একটি অন্য কাজে আটকে যাই আমি। অসমে হাজার হাজার মানুষের সামনে পারফরম্যান্সের ডাক আসে আমার কাছে। অত ভিড়ের মাঝে কাজ করতে গিয়ে বেশ বিপাকে পড়ে যাই আমি।”
তিনি যোগ করেন, “তবে ওই অবস্থা থেকে একটা জিনিস আমায় বের করে এনেছিল। আমি না গেলেও ক্যাটরিনা হাজির হয়েছিল ওই স্কুলে। শুধু হাজিরই নয়। ওখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলছিল ও। দেখলা, বাচ্চাদের কেউ সূর্যমুখী ফুল সেজেছে আবার কেউ বা জিরাফ হয়ে মঞ্চে উঠে পারফর্ম করছেন। ক্যাটরিনা আমায় ভিডিয়ো পাঠাচ্ছিল। ভিডিয়োতে দেখি, ওরা আমায় উৎসাহিত করছে। বলছে, “অল দ্য বেস্ট ভিকি আঙ্কল”। ব্যস, আমিও অনুপ্রাণিত হয়ে গিয়েছিলাম।” এভাবেই সে যাত্রায় উতরে গিয়েছিলেন ভিকি। ২০২১ সালে ক্যাটরিনা কাইফকে বিয়ে করেন ভিকি। এর আগে বেশ কিছু বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। যদিও সম্পর্কের কথা কোনওদিনই প্রকাশ্যে বলেননি কেউই। ক্যাটরিনা ভিকির থেকে বয়সে বড়। সে কারণে বিয়ের পর তাঁদের নিয়ে কম ট্রোল হয়নি। যদিও সে সবকে পাত্তা না দিয়ে দু’জনে আছেন সুখেই। হাতে রয়েছে একগুচ্ছ কাজ।
