Katrina Kaif: ভাই নয়, বোনেদের সঙ্গেই ছাদনাতলায় এলেন ক্যাটরিনা কাইফ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 14, 2021 | 3:42 AM

গত ৯ জানুয়ারি জয়পুরের সিক্স সেন্স প্রাসাদে বিয়ে করেছেন ভিকি-ক্যাট। তাঁদের বিয়ে নিয়ে প্রথম থেকেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা

Katrina Kaif: ভাই নয়, বোনেদের সঙ্গেই ছাদনাতলায় এলেন ক্যাটরিনা কাইফ
বোনেদের সঙ্গে...

Follow Us

যেন এক নিয়ম ভাঙার খেল। খানিক অন্যভাবে মন্ডপে প্রবেশ নিলেন ক্যাটরিনা। ভাই নয়, প্রবেশ কালে ডেকে নিলেন তাঁর পাঁচ বোনকেও। কেউ মাথার উপর ধরলেন চাদর, আমার কেউ বা নববধুকে পৌঁছে দিলেন মন্ডপ অবধি। যে দেখে নেটিজেনদের একটা বড় অংশ খুশি। কেউ আবার ট্রোল করতেও ছাড়লেন না।

রীতি অনুযায়ী মেয়েকে মণ্ডপ অবধি পৌঁছনোর দায়িত্ব তাঁর ভাই-দাদাদের। ক্যাটের ক্ষেত্রে অবশ্য তা দেখা যায়নি। সব্যসাচীর লাল লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন ক্যাটরিনা। কনট্রাস্ট করে পোশাক পরেছিলেন অভিনেত্রীর অন্যান্য দিদিরা। এক গাল চওড়া হাসি নিয়ে ছাদনাতলায় হাজির হন ক্যাটরিনা। সাঙ্গ হয়ে বিয়ে।

গত ৯ জানুয়ারি জয়পুরের সিক্স সেন্স প্রাসাদে বিয়ে করেছেন ভিকি-ক্যাট। তাঁদের বিয়ে নিয়ে প্রথম থেকেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।

Next Article