Vicky-Katrina: জায়গা পাকা, হনিমুনে কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?

সোমবার থেকেই সিক্স সেন্স প্রাসাদে শুরু হয়ে গিয়েছে গ্র্যান্ড সেলিব্রেশন। মুম্বই থেকে একের পর এক সেলেব ভিড় করেছেন সেখানে। তবে খবর বাইরে বের হওয়ার জো নেই। প্রত্যেক অতিথিকে দেওয়া হয়েছে সিক্রেট কোড।

Vicky-Katrina: জায়গা পাকা, হনিমুনে কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?
হনিমুনে কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2021 | 10:23 PM

সেলিব্রিটি বিয়ে বলে কথা, পাঁচ দিনের লম্বা শিডিউল। বিদেশ থেকে আসছে ফোটোগ্রাফার, কর্ণাটক থেকে আসছে লরি বোঝাই বাহারি সবজি। আর সেলেব কাপল হনিমুনে যাবেন না তা কী করে হয়? ভিকি কৌশল আর ক্যাটরিনাও যাচ্ছেন। কাজ রয়েছে দুজনেরই। কিন্তু সূত্র বলছে, সেই সব কাজ সামলে কিছুটা সময় হাতে পেয়েই সেলেব কাপল উড়ে যাচ্ছেন সুদূর ‘সেলেবদের পুরী-দীঘায়’।

সেলেবদের ‘পুরী-দীঘা’ অর্থাৎ মালদ্বীপ। একটু সময় পেলেই বলি থেকে টলি সেলেবরা উড়ে যান সেখানেই। একই পথ অনুসরণ করছেন ভিক্যাটও। তবে তার আগে আর এক দায়িত্ব পালন করবেন তাঁরা। যে সব সেলেবদের সিক্স সেন্স রিসোর্টে আমন্ত্রণ জানাতে পারেননি তাঁদের সবার একসঙ্গে এক রিসেপশন পার্টি দিতে চলেছেন ভিক্যাট, সূত্র জানাচ্ছে তেমনটাই।

সোমবার থেকেই সিক্স সেন্স প্রাসাদে শুরু হয়ে গিয়েছে গ্র্যান্ড সেলিব্রেশন। মুম্বই থেকে একের পর এক সেলেব ভিড় করেছেন সেখানে। তবে খবর বাইরে বের হওয়ার জো নেই। প্রত্যেক অতিথিকে দেওয়া হয়েছে সিক্রেট কোড। কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে প্রাসাদ চত্বর। এ দিন সকালেই বিমানবন্দরে দেখা গিয়েছে পরিচালক কবির খান ও তাঁর স্ত্রী মিনি মাথুরকে। দেখা গিয়েছে ভিকির ভাই সানি কৌশলকেও। রাত নামতেই সিক্স সেন্স প্রাসাদ সেজে উঠেছে বাহারি আলোয়। ভিতরে কী হচ্ছে, তা জানতেই উৎসুক ভিক্যাটের ভক্তরা।