Sara Tendulkar: মডেলিংয়ে ডেবিউ তেন্ডুলকর-আত্মজা সারার! কেমন ছিল তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট?
মুম্বইয়ের ধীরুভাই আম্বানী আন্তর্জাতিক স্কুলে লেখাপড়া করেছেন সারা। উচ্চশিক্ষা লাভ করতে গিয়েছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে।
সারা তেন্ডুলকর। মিলিয়ে মিশিয়ে দেখতে বাবা সচিন তেন্ডুলকর ও মা অঞ্জলি তেন্ডুলকরের মতোই। অনেকদিন আগে থেকেই তাঁর মিষ্টি মুখের চেহারা নেটদুনিয়ায় আলোড়ন তৈরি করেছে। নেটিজ়েনরা ধরেই নিয়েছিলেন শো-বিজ়ে আসবেন সারা। হলও তাই। তবে এখনই অভিনয়ে না গিয়ে প্রথমে মডেলিংয়ে পা বাড়ালেন সেলেব-কন্যা। বাবার নামের বাইরে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে নতুন জার্নির দিকে রওনা দিয়েছেন সারা।
View this post on Instagram
পেশাদার জীবনে পা রাখার আগে থেকেই সারার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১.৬ মিলিয়নেরও বেশি। অনেক আগে থেকেই তাঁর নামে বিভিন্ন ফ্যান পেজ তৈরি করে রেখেছেন মুগ্ধজনেরা। একটি পোশাকের ব্র্যান্ড সারার প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রোমোশনাল ভিডিয়ো। তবে ‘সারা সর্বস্ব’ হয়ে ওঠেনি সেই ভিডিয়ো। রয়েছেন বণিতা সান্ধু এবং তানিয়া শ্রফ। ভিডিয়ো শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল। চোখের পলক ফেলতে পারছেন না গুণগ্রাহীরা।
View this post on Instagram
১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেছিলেন সচিন তেন্ডুলকর। তাঁদের দুই সন্তান – সারা ও অর্জুন। বাবার মতো অর্জুুনও হাতে তুলে নিয়েছেন ক্রিকেট ব্যাট। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে খেলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। সারার নজর শো-বিজ়। মুম্বইয়ের ধীরুভাই আম্বানী আন্তর্জাতিক স্কুলে লেখাপড়া করেছেন সারা। উচ্চশিক্ষা লাভ করতে গিয়েছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে।
আরও পড়ুন: Sreelekha Mitra: মাতৃত্বের ষোলো বছর পূর্ণ, কেমনভাবে কাটালেন শ্রীলেখা?
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: ‘ভেবেছিলাম মরেই যাব…’, নাগার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে অকপট সামান্থা রুথ প্রভু
আরও পড়ুন: Bangladesh Couture Week: বাংলাদেশের ফ্যাশন সপ্তাহ আলো করলেন জয়া আহসান