Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Couture Week: বাংলাদেশের ফ্যাশন সপ্তাহ আলো করলেন জয়া আহসান

ফ্যাশন উইকের নানাবিধ ছবি জয়া শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতেও।

Bangladesh Couture Week: বাংলাদেশের ফ্যাশন সপ্তাহ আলো করলেন জয়া আহসান
জয়া আহসান।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2021 | 7:47 AM

তাঁর সাম্প্রতিকতম পোস্টে ধরা পড়বে কিছু মনোরম ছবি। যদিও সেই ছবি বেড়াতে যাওয়ার একেবারেই নয়। একেবারেই নয় পারিবারিক কোনও গেট টুগেদার কিংবা ছবি প্রচারের। নিছক ফটোশুটও নয়। বাংলাদেশে চলছে ‘বাংলাদেশ কুটিওর উইক ২০২১’। দেশের তামাম ফ্যাশনপ্রেমীরা সেখানে উপস্থিত থেকে শোভা বর্ধন করেছেন। তাঁদের মাঝেই আলো করে ছিলেন অভিনেত্রী জয়া আহসান। যাঁর খ্যাতি কাঁটা তারের বেড়া টপকে চলে এসেছে এপার বাংলাতেও।

এদিন জয়াকে সাজিয়েছিলেন মাহিন, নিঘাতিমাম। চুমকি বসানো অফ-হোয়াইট শাড়ি পরেছিলেন অভিনেত্রী। দারুণ একটি ব্লাউজ় পরেছিলেন সেই সঙ্গে।

View this post on Instagram

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

কিছু দিন আগে কুমিল্লায় দুর্গা মণ্ডপ জ্বালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ করেছিলেন জয়া আহসান। বাংলাদেশের রংপুরের একটি আগুনে জ্বালা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন জয়া। ক্যাপশনে তুলে ধরেছিলেন নবারুণ ভট্টাচার্যর কবিতার অংশ। লিখেছিলেন, “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না/এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না/এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না/এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না”।

কুমিল্লায় দুর্গামণ্ডপে তাণ্ডবের ঘটনায় কড়া পদক্ষেপ করেছিল শেখ হাসিনার সরকার। বাংলাদেশের ২২টি জেলায় আধা সেনা মোতায়েন করা হয়েছিল। ঘটনাটি নিয়ে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, পরিচালক ফারুকী সহ বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের একাংশ। তাই নিয়ে মুখ খুলছিলেন জয়া আহসানও।

বাংলাদেশে তাঁর অভিনয়ের ছাপ রাখার পর কাঁটা তারের বেড়া ভেদ করে এপারেও কাজের সুযোগ পান অভিনেত্রী জয়া আহসান। বর্তমান সময়ে দাঁড়িয়ে দুই বাংলাতেই সমান জনপ্রিয় তিনি। কাকতালীয়ভাবে, ভারতে জয়ার অভিনীত প্রথম ছবির নাম ‘বিসর্জন’। মা দুর্গার বিসর্জনের দৃশ্য দিয়েই শুরু হয়েছিল ছবি। দারুণ সফল হয়। তারপর ধীরে ধীরে টলিউড ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিয়েছেন জয়া। বছরের অনেকটা সময় এপার বাংলাতেই থাকেন তিনি।

আরও পড়ুন: Lesser Big Boss Fame: অভিনয়ে মাত করলেও দর্শকের মন জয় করতে পারেননি এই ৯ প্রতিযোগী