একজনের মতো দেখতে অন্য একজন মানুষ। যাকে ইংরেজিতে লুক অ্যালাইক বলা হয়। এমন মাঝেমধ্যেই নজরে পড়ে। বিশেষত সেলেব অর্থাৎ চেনা মুখের ক্ষেত্রে এমন উদাহরণ পাওয়া গেলে তা সংবাদ শিরোনামে আসে। ঠিকই তেমনই বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর মতো দেখতে একজনের সন্ধান সম্প্রতি পাওয়া গিয়েছে। কিন্তু তাঁকে যে ভাবে কটাক্ষ করা হচ্ছে, তাতে খুশি নন কিয়ারা।
প্রায় কিয়ারার মতোই দেখতে ঐশ্বর্যা সিং পেশায় দন্ত চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হয়েছে। কিন্তু অনেকেই তাঁকে তীব্র কটাক্ষ করছেন। ঐশ্বর্যা নাকি ভূত, যিনি জীবন্ত কিয়ারার মতো দেখতে। এমন কথা বলে সোশ্যাল ওয়ালে আক্রমণ করা হচ্ছে। তারই প্রতিবাদ করেছেন কিয়ারা।
সদ্য এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কিয়ারা বলেন, “আমি দেখেছি, ঐশ্বর্যার গালের টোল আলাদা করে তৈরি করা। যে ভাবে আমার মতো লুক রিক্রিয়েট করেছে, সেটা ভাল। কিন্তু ওকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে তা ঠিক নয়। ও ব্যক্তি জীবনে একজন চিকিৎসক। ওর নিজের ব্যক্তিত্ব রয়েছে। ও যে আমার মতো লুক রিক্রিয়েট করেছে সেটা সুন্দর। আমাকেও এক সময় বলা হয়েছিল আমি অন্য কারও মতো দেখতে। কিন্তু দিনের শেষে আমি নিজে কেমন, সেটাই আসল বিষয়।”
অন্যদিকে ঐশ্বর্যা জানান, তাঁকে অনেকে কিয়ারা ভেবে ভুল করেন। তাঁর লুক নিয়ে আলোচনা হয়। তাঁকে বলা হয়, কিয়ারার কপি। এ সব দেখে তাঁর ভালই লাগে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিয়োতে কিয়ারা কমেন্ট করেছিলেন, সেটা নাকি তাঁর কাছে বড় পাওয়া। ব্যক্তিগত ভাবে সুযোগ পেলে তিনি কিয়ারার সঙ্গে দেখাও করতে চান। কিয়ারার অভিনয়ে মুগ্ধ ঐশ্বর্য অভিনেত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন।
‘শেরশাহ’ ছাড়াও আরও অনেক ছবিতে অভিনয় করেছেন কিয়ারা। সেই তালিকায় আছে ‘কবীর সিং’, ‘ইন্দু কি জওয়ানি’র মতো ছবি। ‘লাস্ট স্টোরিজ়’-এর মতো অ্যান্থোলজি সিরিজ। ইন্ডাস্ট্রিতে পা রাখার অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন কিয়ারা। নেটিজ়েনরা বলেন, তিনি ‘রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী’। দীপিকা, আলিয়ার মতো প্রথম সারির নায়িকাদের তালিকায় ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২০ কোটিরও বেশি।
সারা বিশ্বে চাহিদা আছে এমন তারকাদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন কিয়ারা। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আল্লু অর্জুন, সলমন খানের মতো ভারতীয় তারকা। আছেন টম হিডলস্টন, সাং হুনের মতো হলিউড তারকা। সেই তালিকায় এখনও পর্যন্ত দু’জন ভারতীয় অভিনেত্রীই জায়গা করতে পেরেছেন। তাঁদের মধ্যে একজন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, অন্যজন কিয়ারা আডবাণী। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিও’ ও শশাঙ্ক খৈতানের পরবর্তী ছবিতে কাজ করবেন কিয়ারা। রামচরণের সঙ্গেও একটি দক্ষিণী ছবিতে কাজ করার কথা আছে কিয়ারার।
আরও পড়ুন, Durga Puja 2021: পুজোর সময় ঘুম মানে একেবারে সময় নষ্ট: কোয়েল মল্লিক