Sidharth Malhotra Birthday: জন্মদিনে কাছে নেই কিয়ারা, সিদ্ধার্থকে নিরাশ না করে কী সারপ্রাইজ় দিলেন প্রেমিকা
Relationship: ১৬ জানুয়ারি জন্মদিন অভিনেতার। তবে নেই তেমন কোনও সেলিব্রেশন প্ল্যান।
রালিয়া (আলিয়া ভাট ও রণবীর কাপুর)-র বিয়ের পর থেকেই সিনেপাড়ার প্রশ্ন কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (kiara Advani)। শোনা গিয়েছিল ২০২২-এর ডিসেম্বরেই হতে চলেছে চার হাত এক। যদিও সেই প্রসঙ্গে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি এই সেলেবদ্বয়কে (Bollywood Jodi)। তবে বছর ঘুরতেই মিলেছিল সুখবর। ফেব্রুয়ারি মাসেই নাকি বাজতে চলেছে বিয়ের সানাই। ৬ ফেব্রুয়ারি স্থির হয়েছে তারিখ। এমনকি শোনা যায় ঠিক হয়েগিয়েছে বিয়ের ভেনুও। প্রস্তুত নিমন্ত্রণের তালিকা। তবে এসব বিষয় নিয়ে কোনও মন্তব্যই করতে নারাজ টিনসেল টাউনের সেলেবজুটি। বরং কয়েকদিন আগেই বিয়ের প্রসঙ্গে মুখ খুলে সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছিলেন, তিনি নিজেই জানেন না তাঁর বিয়ে। খবর চোখে পড়তেই তা দুবার ভাল করে পড়ে নিয়েছিলেন। ঠাট্টা করে তিনি এও জানান, তাঁকেই নাকি নিমন্ত্রণ করা হয়নি। ফলে কিছুটা হলেও নিরাশ হয়েছিল সিড-কিয়ারা ভক্তরা।
তবে জন্মদিনে প্রেমিককে নিরাশ করলেন না কিয়ারা আডবাণী। বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। থ্যাঙ্কগড-এর পর মিশন মাজনু, এবার পালা রোহিত শেট্টির পুলিশ সিরিজ় কাজের। যদিও এই ছবির কাজ চলছে ২০২২ থেকেই। শুটিং-এর ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন খোদ ছবির পরিচালক। সেটে সিদ্ধার্থ মালহোত্রাকে অ্যাকশন সিক্যোয়েন্সেও দেখা যায়। সেই ছবির কাজ চলছে বর্তমানে পুরোদমে। ১৬ জানুয়ারি জন্মদিন অভিনেতার। তবে নেই তেমন কোনও সেলিব্রেশন প্ল্যান। শুটিং সেটেই কাটছে তাঁর এই বিশেষ দিন।
ফলে পাশে থাকা হল না কিয়ারা আডবাণীর! না, জন্মদিনে প্রেমিককে সারপ্রাইজ় দিতে পিছপা হলেন না কিয়ারা আডবাণী। সেটেই সরাসরি পাঠিয়ে দিলেন ফুল-সহ কেক। যা নিয়ে শুটিং সেটেই চর্চা তুঙ্গে। কম বেশি সকলেই জানেন এই সম্পর্কের কথা। ফলে উপহার পৌঁছে যেতেই সিডকে নিয়ে মজা করেন অনেকেই। ওঠে বিয়ে প্রসঙ্গও। যদিও এই জুটির কথায়, তাঁরা বর্তমানে কেরিয়ারেই ফোকাস করতে ইচ্ছুক।