Kiara Advani: বিয়ের পর প্রথম জন্মদিন, ভাইরাল কিয়ারার মধ্যরাতের সেলিব্রেশন

Birthday Celebration: কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দায় তিনি জুটি বেঁধে চর্চিত ঠিকই তবে রিয়েল লাইফে সিদ্ধার্থের পাশেই যেন এখন পারফেক্ট কিয়ারা আডবাণী, ভক্তদের এমনই দাবী।

Kiara Advani: বিয়ের পর প্রথম জন্মদিন, ভাইরাল কিয়ারার মধ্যরাতের সেলিব্রেশন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 3:49 PM

বিয়ের পর প্রথম জন্মদিনের সেলিব্রেশন বলে কথা। বিশেষ আয়োজন থাকবে না তা কি হয়? সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাই জন্মদিনের শুরুটা বেশ ভালই কাটল কিয়ারা আডবাণীর। ছবি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। টানা দ’বছর প্রেম করার পর কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা একে অন্যের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাত্র কয়েকমাসই হয়েছে বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। তাঁদের একসঙ্গে দেখে খুশির হাওয়া বয়ে যায় ভক্তমহলে। কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দায় তিনি জুটি বেঁধে চর্চিত ঠিকই তবে রিয়েল লাইফে সিদ্ধার্থের পাশেই যেন এখন পারফেক্ট কিয়ারা আডবাণী, ভক্তদের এমনই দাবী। কিয়ারার সেই মনের মানুষ সিদ্ধার্থ মালহোত্রা এবার কীভাবে তাঁর স্ত্রীর জন্ম দিন পালন করলেন তা এক কথায় রহস্য থাকলেও মধ্যরাতের ছবি হল ভাইরাল।

তিন থাকের কেক কেটে কিয়ারা আডবাণী এদিন জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন। নাইটড্রেস পরেই কেটে ফেললেন কেক। বেলুন দিয়ে সাজানো ড্রইং রুমের কিয়ারা আডবাণী নো মেকাপ লুকে দিলেন ধরা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সেই পোস্টই এখন চর্চায়। এদিন সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরছে নেটদুনিয়ার পাতা। কিয়ারা আডবাণী যদিও ব্যক্তিগত মুহূর্ত খুব একটা প্রকাশ্যে আনতে পছন্দ করেন না। তাই ছবি তিনি নিজে শেয়ার করেননি। যদিও ভক্তদের মনে কৌতুহলের পারদ তুঙ্গে, ঠিক কী কী প্ল্যান আজ দিনভর কিয়ারার, তা যদিও রহস্যই থেকে গেল। বরাবরই সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারার পাশে থাকার চেষ্টা করেন, নিজে মুখেই তা স্বীকার করেন কিয়ারা।

সম্প্রতিতে চরম ট্রোল্ড হন কিয়ারা আডবাণী, কিয়ারার ট্রোল্ডের বিষয় তিনি বিন্দুমাত্র পাত্তা দিতে রাজি ছিলেন না। কিয়ারার পরিস্থিতি দেখে তিনি বলেছিলেন, ”দেখ, খারাপ মন্তব্য সর্বত্র থাকবে। কিন্তু তুমি যদি এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়ে বাড়িতে বসে কাঁদতে থাকবে, কী হয়েছে তোমার ?” সিদ্ধার্থের এই কথা শোনার পর কিয়ারার চিন্তা ভাবনা পাল্টে যায়। তিনি ভাবেন, ”যাঁকে নিয়ে চর্চা তিনি যখন এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছেন না, তখন আমি কেন দেব?”