Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kiara Advani: কোন মন্ত্রে শাশুড়ির মন জয় করেন কিয়ারা? নিজেই জানালেন রহস্য…

Gossip: কেবল এগুলোই নয়, দিল্লি মুম্বই কলকাতা বিভিন্ন শহরের স্টি্রটফুড খেতে দেখতে পছন্দ করেন কিয়ারা। আর এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ফুচকার প্রতি প্রেম।

Kiara Advani: কোন মন্ত্রে শাশুড়ির মন জয় করেন কিয়ারা? নিজেই জানালেন রহস্য...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 3:12 PM

শ্বশুর বাড়িতে কেমন আছেন কিয়ারা আডবাণী! সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করার পর কতটা পাল্টালো তাঁর ব্যক্তিজীবন। শ্বশুর বাড়ি নিয়ে প্রকাশ্যে একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। তিনি একপ্রকার চুটিয়ে সংসার করছে। প্রতিটা পদক্ষেপে সিদ্ধার্থ মালহোত্রা তাঁর পাশে থাকেন। এত গেল কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার গল্প, তবে শাশুড়ির সঙ্গে সম্পর্ক কেমন অভিনেত্রী! কীভাবে শাশুড়ির মন জয় করেন? এবার কিয়ারা নিজেই প্রকাশেই জানিয়ে দিলেন সেই রহস্য। কিয়ারা আডবাণী নিজে ফুচকা খেতে ভীষণ পছন্দ করেন। এক সাক্ষাৎকারে যখন তিনি বলেছিলেন, ভেলপুরী ফুচকা পাপরি চার্ট এগুলো তাঁর প্রিয় খাদ্য, রীতিমতো অবাক হয়েছিলেন সকলে।

কেবল এগুলোই নয়, দিল্লি মুম্বই কলকাতা বিভিন্ন শহরের স্টি্রটফুড খেতে দেখতে পছন্দ করেন কিয়ারা। আর এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ফুচকার প্রতি প্রেম। তাঁর মতো তাঁর শাশুড়ি অর্থাৎ সিদ্ধার্থ মালহোত্রার মাও ফুচকা খেতে ভীষণ পছন্দ করেন। ‌ সদ্য কিয়ারা ও সিদ্ধার্থের মুম্বয়ের বাড়িতে এসেছিলেন রিমা মালহোত্রা। খবর পাওয়া মাত্রই বাড়িতে ফুচকা তৈরি শুরু করে দিয়েছিলেন কিয়ার। স্থির করেছিলেন প্রথম দিনই, শাশুড়ি মা যেন বাড়িতে পা রেখেই ফুচকা পান। আর কিয়ারার এই সারপ্রাইজ বারবার মন জয় করে নেয় সিদ্ধার্থের মায়ের।

সদ্য কিয়ারা আডবাণীর ছবি মুক্তি পেয়েছে, সেই ছবির প্রিমিয়ারে সিদ্ধার্থের হাত ধরে উপস্থিত হতে দেখা যায় তাঁকে। কার্তিকের সঙ্গে তাঁর জুটি পর্দায় যতটা চর্চিত সিদ্ধার্থের পাশে দাঁড়িয়ে থাকা কি আর কে দেখে ততটাই খুশি পাপারাৎজিরা। হাসিমুখে বললেন রিয়েল লাভ স্টোরি। কিয়ারা ওএ সিদ্ধার্থ মালহোত্রা টানা দুই বছর প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিছুদিনের জন্য তাঁদের মাঝে বিচ্ছেদ হলেও অবশেষে তাঁরা সাত পাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।