কিয়ারা আডবাণী ছোট থেকেই চেয়েছিলেন অভিনেত্রী হতে। পরিবারের সকলেই তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন, তাঁর সিদ্ধান্তকে সাপোর্ট করেছিলেন। প্রতিটা পদক্ষেপে তাই পরিবারকে ধন্যবাদ জানাতে ভোলেন না কিয়ারা। তবে তাঁর পরিবারের একটা বিষয় নিয়ে বেজায় সমস্যায় পড়ে যেতেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, বাড়ি ফিরে মহা সমস্যায় পড়তে হতো তাঁকে। পরিবারের প্রতিটা লোক অপেক্ষায় থাকতেন, কখন তিনি সারাদিনের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলবেন। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হতো সমস্ত তথ্য।
কার কার সঙ্গে কথা হল, কে কে ফোন করল, সেটে কে কী বললেন, সারাদিনটা কেমন কাটলো, কোনও প্রশ্ন বাদ থাকতো না তালিকা থেকে। কিয়ারা আরার সেই সময় এই প্রশ্নগুলোর উত্তর দিতে মোটেও ইচ্ছে করতো না। তিনি জানান সেই সময় এতটাই ক্লান্ত হয়ে পড়তেন, তিনি কেবল নিজের ঘর আর বিছানাটাই একমাত্র খুঁজতেন কিয়ারা। তবে পরিবারের এই ব্যবহারের জন্য আজ তিনি মনে মনে তাঁদের ধন্যবাদ জানান। কিয়ারাকে এতটা পারিবারিক করে তুলেছে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ গুলোই, বলে দাবি করেন অভিনেত্রী।
প্রসঙ্গত সদ্য মুক্তি পেয়েছে কিয়ারা আডবাণীর ছবি সত্যপ্রেম কি কথা। এই ছবিতে কিয়ারার বিপরীতে দ্বিতীয়বার কাজ করলেন কার্তিক আরিয়ান। এই জুটি দশক মনে স্থান পেলেও বক্স অফিসে এই ছবি সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এখনও পর্যন্ত ছবির মোট আয় ৬০ কোটি পেরিয়েছে।