Kiara-Sidharth: বিয়ের পর কিচ্ছু রান্না করিনি, শুধু জল গরম করেছি: কিয়ারা
Kiara-Sidharth: কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা-- বলিউডের এই জনপ্রিয় দম্পতির ভক্তসংখ্যা নেহাত কম নয়। গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন তাঁরা।

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা– বলিউডের এই জনপ্রিয় দম্পতির ভক্তসংখ্যা নেহাত কম নয়। গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন তাঁরা। সম্প্রতি এক শো-য়ে কিয়ারাকে প্রশ্ন করা হয়, তাঁর রান্না বান্নার দক্ষতা নিয়ে। উত্তরে তিনি যা বলেন, তা বেশ মজাদার। কিয়ারাকে প্রশ্ন করা হয়, “আপনি শ্বশুরবাড়িতে এসে প্রথম কী তৈরি করেছিলেন?” কিয়ারা সোজাসাপট উত্তর, “এখনও অবধি কিছু বানাইনি আমি। হ্যাঁ, জল গরম করেছি।”
তিনি জানান, তিনি রান্নায় অপটু হলেও সিদ্ধার্থ কিন্তু বেশ ভাল রান্না করেন। কিয়ারা যোগ করেন, “আমি ভাগ্যবতী। আমার স্বামী কিন্তু বেশ ভাল রান্না করে। খুব ভাল ব্রেড বানায় ও।” গত ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। রাজস্থানে ধুমধাম করে বসেছিল সেই বিয়ের আসর। যদিও বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক নিয়ে চুপই ছিলেন তাঁরা। বলিপাড়ার গুঞ্জন বলে, এক পার্টিতেই প্রথম তাঁদের দেখা হয়েছিল। যদিও সেখান থেকে প্রেম হয়নি।
শোনা যায়, ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে শুটিং করতে গিয়েই প্রেমে পড়েন তাঁরা। সেই প্রেম গড়ায় বাস্তবেও। এ তো গেল সাংসারিক কথা। কর্মজীবনেও কিন্তু দু’জনেই দারুন ব্যস্ত। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল কিয়ারা ও সিদ্ধার্থের ছবি ‘সত্যপ্রেম কি কথা’। ওই ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকে। বি-টাউনের খবর বলছে, হৃতিক রোশনের ‘ওয়ার ২’-এও দেখা যাবে তাঁকে।
View this post on Instagram
