Kiara Advani বিয়ের ঠিক আগের মুহূর্তে কী মনে হয়েছিল কিয়ারার, ফাঁস করলেন সেই তথ্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 26, 2023 | 2:46 PM

Viral News: সেই ভিডিয়ো দেখে চোখ সরাতে পারনি গোটা নেটপাড়া। বিয়েতে ভারী সাজ নয়, হালকা রঙ আর হালকা সাজই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

Kiara Advani বিয়ের ঠিক আগের মুহূর্তে কী মনে হয়েছিল কিয়ারার, ফাঁস করলেন সেই তথ্য
আর সেই ভিডিয়ো দেখে চোখ সরাতে পারনি গোটা নেটপাড়া। বিয়েতে ভারী সাজ নয়, হালকা রঙ আর হালকা সাজই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

Follow Us

কড়া নিরাপত্তার মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। একবছর ধরে এই জুটিকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁদের প্রেমপর্বের প্রতিটা খবর। চতুর্দিকে ছিল কড়া পাহারা, পাছে ফাঁস হয়ে যায় কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের ভিডিয়ো। না, ফাঁস হয়নি। বরং বিয়ের ঝক্কি মিটতে নিজেরাই শেয়ার করেছিলেন নিজেদের বিশেষ মুহূর্তে ভিডিয়ো। আর সেই ভিডিয়ো দেখে চোখ সরাতে পারনি গোটা নেটপাড়া। বিয়েতে ভারী সাজ নয়, হালকা রঙ আর হালকা সাজই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

অন্যদিকে সিদ্ধার্থের পোশাকেও ছিল রঙমিলান্তি। সব মিলিয়ে যাকে বলে খাপে খাপ। কিয়ারা মন্ডপে প্রবেশ করতেই আবেগঘন হয়ে পড়েন সিদ্ধার্থ। চোখের কোনও ওঠে চিকচিক করে। স্বপ্ন নয়, সিনেমা নয়, এ তো ঘোর বাস্তব। দীর্ঘ প্রণয়ের পর সত্যিই এক হচ্ছে তাঁরা। মালাবদলের সময় চলে খুনসুটি। সিদ্ধার্থ পরবেন না মালা আর কিয়ারা পরাবেনই। সে এক মজার কাণ্ড। অবশেষে শুভকাজ মিটতেই আর পারলেন না কিয়ারা। কাছে ডেকে জাপটে ধরে ঠোঁটে চুমুই খেয়ে ফেললেন তিনি।

কিন্তু তাঁর আগের মুহূর্তে ঠিক কেমন অনুভূতি ছিল কিয়ারা আডবাণীর? এবার সেই কথাই জানালেন প্রকাশ্যে। বললেন কিয়ারা দরজা খুলেই যখন তিনি দেখলেন সামনে বর বেশে দাঁড়িয়ে রয়েছেন কিয়ারা আডবাণী তখন বুঝতে পারেন, অবশেষে তাঁর বিয়ে হচ্ছে। তিনি ভীষণ খুশি হয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেন না। জানান, সেটাই স্বাভাবিক, যখন কেউ দেখে সে যাঁকে ভালবাসে সে বর বেশে সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপরই মঞ্চে উঠে এসে কিয়ারাকে জড়িয়ে ধরেন সিদ্ধার্থ মালহোত্রা। কারণ তাঁকে তেমনটাই অনুরোধ করেছিলেন সঞ্চালক। ঝড়ের গতিতে বর্তমানে ভাইরাল সেই ভিডিয়ো।

Next Article