AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

“আপনাকে জঘন্য দেখাচ্ছিল…”, দিশা পাটানির জন্মদিনে শুভেচ্ছাবার্তায় লিখলেন কেআরকে

ভাইজানকে ছেড়ে এক বিন্দুও দূরে সরে থাকতে পারছেন না স্বঘোষিত ফিল্ম ক্রিটিক-অভিনেতা কামাল আর খান।

আপনাকে জঘন্য দেখাচ্ছিল..., দিশা পাটানির জন্মদিনে শুভেচ্ছাবার্তায় লিখলেন কেআরকে
দিশা-কামাল।
| Edited By: | Updated on: Jun 13, 2021 | 11:50 AM
Share

অভিনেত্রীর দিশা পাটানির জন্মদিনে টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কামাল রশিদ খান। আজ দিশার জন্মদিনে, টুইট করে কামাল লেখেন, ‘প্রিয় দিশা পাটানি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা! আপনাকে বুড়ো অভিনেতার সঙ্গে জঘন্য দেখাচ্ছিল তাই দয়া করে টাইগারের সঙ্গেই কাজ করুন!’

এ হেন শুভেচ্ছাবার্তা দিশার জন্য হয়ে থাকলেও খোঁচা থেকে পার পেলেন না ভাইজান। দিশা এবং সলমন একসঙ্গে ‘রাধে’ ছবিতে অভিনয় করেছেন। সে ছবির সমালোচনায় করতে গিয়ে রীতিমতো তুলোধোনা করেছেন কামাল। কেআরকের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতের দ্বারস্থ অভিনেতা সলমন খান। অভিযোগ আদালতে মুচলেকা দেওয়া সত্ত্বেও সলমনের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে থামছেন না কামাল রশিদ খান। অবিলম্বে তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হোক, দাবি সলমনের। মে মাসের ২৫ তারিখ কেআরকে-কে আইনি নোটিশ পাঠান সলমন। স্বঘোষিত ফিল্ম সমালোচক জানতে পারেন সলমন খান তাঁর নামে মানহানির মামলা ঠুকেছেন। কেআরকের দাবি রাধে ছবির সমালোচনায় রিভিউ ভিডিয়ো পোস্ট করার জেরে সলমন তাঁর বদলা নিচ্ছেন।

টুইট।

ভাইজানকে ছেড়ে এক বিন্দুও দূরে সরে থাকতে পারছেন না স্বঘোষিত ফিল্ম ক্রিটিক-অভিনেতা কামাল আর খান। কোনও না কোনও ভাবে খোঁচা দিয়ে চলেছেন অনবরত। আদালতে মুচলেকা দেওয়া সত্ত্বেও সলমনের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে থামছেন না কামাল রশিদ খান। কিছুদিন আগে ভাইজানকে বলেছেন, ‘‘বলিউডের গুন্ডা’। বলেছেন, অ্যাক্টিংয়ের এ জানে না!

আরও পড়ুন সুশান্ত সিং রাজপুত মৃত্যুবার্ষিকী——ফিরে দেখা