Sushmita-Lalit: ৯ বছর আগে যে সুস্মিতাকে মেসেজের রিপ্লাই দিতে বলে টুইট করছিলেন, তাঁকেই বাহুডোরে নিয়ে প্রেমে ভাসছেন ললিত মোদী

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2022 | 8:19 PM

Sushmita Sen: বোঝাই যাচ্ছে, ললিতের কাছে লুকোছাপার কোনও বিষয় নেই। মনের কথা তিনি জনসমক্ষে আনতেই পছন্দ করেন। তখনও, এখনও...

Sushmita-Lalit: ৯ বছর আগে যে সুস্মিতাকে মেসেজের রিপ্লাই দিতে বলে টুইট করছিলেন, তাঁকেই বাহুডোরে নিয়ে প্রেমে ভাসছেন ললিত মোদী
বহু বছর আগে ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেন।

Follow Us

প্রেম পেতে গেলে ধৈর্য ধরতে হয়। অপেক্ষা করতে হয়। হাল ছেড়ে দিলে চলে না। হাল ছাড়েননি ললিত মোদী। ৯ বছর আগে তাঁরই একটি টুইট ভয়ানক ভাইরাল হয়ে গিয়েছে। যে টুইটটি তিনি করেছিলেন ‘বেটার হাফ’ সুস্মিতা সেনের উদ্দেশে। এবং সেই টুইটে তিনি সকলের সামনে সুস্মিতাকে তাঁর সেমেজের উত্তর দিতে বলেছিলেন। বোঝাই যায়, তখন থেকেই সুস্মিতার প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছিল ললিতের হৃদয়ে। প্রায় এক দশকের অপেক্ষার পর সেই প্রেয়সীকেই তিনি পেলেন নিজের বাহুডোরে। সুস্মিতা এখন ললিত মোদীর প্রেমিকা। তাঁরা হয়তো বিয়েটাও করবেন।

বৃহস্পতিবার, সন্ধ্যায় সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা টুইট করেন ললিত মোদী। সেই টুইটে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলেছেন তিনি। অনেকে ধরেই নিয়েছেন সুস্মিতা হয়তো লুকিয়ে বিয়ে করে ফেলেছেন ললিতকে। পরের টুইটে ললিত খোলসা করেন যে, বিয়ে করেননি। তবে তাঁরা সম্পর্কে আছেন। হয়তো বিয়েটাও করে ফেলবেন তাড়াতাড়ি। এই টুইট দুটির পর হইচই পড়ে গিয়েছে সর্বত্র।

তারপর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। সুস্মিতা সেন একটি ইনস্টা-পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমি এখন আনন্দের জায়গায় আছি। বিয়ে করিনি। হাতে আংটি পরিনি। নিঃশর্ত ভালবাসা ঘিরে রেখেছে আমাকে। অনেকগুলো কথা বলে ফেললাম। এবার জীবন ও কাজে ফিরতে হবে!!! আমার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যাঁরা খুশি হননি, তাঁদের বলতে চাই, এটা আপনার দেখার বিষয়ও নয়। যাই-ই হোক!!! সকলের জন্য ভালবাসা রইল। দুগ্গা দুগ্গা!”

সুস্মিতানুরাগীদের মধ্যে এখন আগ্রহ একটাই, কবে বিয়ে করছেন মিস ইউনিভার্স? আদৌ কি তিনি বিয়েটা করছেন ললিতকে? এর উত্তর বলবে সময়…

Next Article