Lara Dutta : বাবা ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পাইলট ছিলেন : লারা দত্ত

বহুদিন পর বড় পর্দায় কামব্যাকই কি এর একমাত্র কারণ? জল্পনাকে অভিনেত্রী নিজেই আরও উস্কে দিলেন। জানালেন, তাঁর বাবা ব্যক্তিগত পাইলট ছিলেন।

Lara Dutta : বাবা ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পাইলট ছিলেন : লারা দত্ত
বেল বটম ছবিতে ইন্দিরা গান্ধীর ভুমিকায় লারা দত্ত
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 4:00 PM

লারা দত্ত তাঁর আসন্ন বহু চর্চিত বেল বটম (Bell Bottom) ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন। তাঁর অভিনয়কে ঘিরে এখন থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। বহুদিন পর বড় পর্দায় কামব্যাকই কি এর একমাত্র কারণ? জল্পনাকে অভিনেত্রী নিজেই আরও উস্কে দিলেন। জানালেন, তাঁর বাবা ব্যক্তিগত পাইলট ছিলেন। সেই কারণেই ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার সময় তিনি বেশ কিছুটা সংযোগ পাচ্ছিলেন।

সপ্তাহের শুরুতে বেল বটমের ট্রেলার দেখে ইন্দিরা গান্ধীর চরিত্রে যে লারা দত্ত অভিনয় করছেন, তা অনেকেই বুঝতে পারেন নি। পরে জানা যায়, প্রস্থেটিক্সের আড়ালে লারা দত্তই ওই চরিত্রে রয়েছেন। পিঙ্কভিলা (Pinkvilla)-কে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি বলেন যে, প্রতিদিন প্রায় ৩ ঘণ্টা সময় লাগত তাঁর এই মেকআপ করতে এবং শুটের পরও এক ঘণ্টা লাগত। 

লারা সাথে এও জানান যে কীভাবে তিনি নিজেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে একাত্ম করতে পেরেছেন। ইন্টারভিউয়ের মাঝে তিনি বলেন, তাঁর বাবা উইং কমান্ডার এল কে দত্ত ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পাইলট ছিলেন। লারা ছোটবেলা থেকেই ইন্দিরা গান্ধীর নান গল্প শুনে আসছেন। সেই কারণেই কোথাও গিয়ে এই চরিত্রে অভিনয় করা কালীন একটা টান তিনি পেয়েছিলেন।

যদিও, লারার নতুন লুক নিয়ে সবাই সন্তুষ্ট নয়। হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবানীর (Sapna Bhavani) মতে যে পরচুলা ছবিতে ব্যবহার করা হয়েছে টা খুবই নিম্ন মানের। 

b