শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) নিজের অভিনয় গুণে দর্শক মন জয় করেছেন বহুদিন আগেই। বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেন। নিয়মিত সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়াতে। ভক্তরাও তাঁদের ভালবাসা বর্ষণ করেন, যার প্রতিফলন হিসেবে সামনে এসেছে নতুন খবর। যা তিনি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চায়ের কাপ হাতে। শ্রদ্ধা চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করেছেন, সঙ্গে দিয়েছেন ক্যাপশন, “গালে চায়ের কাপ দিয়ে ৭৫ মিলিয়ন উদযাপন, বডি বডি ইনস্টাফাম, ছোটি ছোটি খুশিয়াঁ” (বড়ো বড়ো ইনস্টাফাম, ছোট ছোট খুশি)। হ্যাঁ, ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা শ্রদ্ধার হয়েছে ৭৫ মিলিয়ন। তাঁর সমসাময়িক বহু নায়িকাকে তিনি এই বিষয়ে পিছনে ফেলে দিয়েছেন। যে তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোন (Deepika Paukone) থেকে আলিয়া ভাট (Alia Bhatt)।
ইনস্টা ফলোয়ারের কাউন্ট হিসেবে ভারত থেকে প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর ফলোয়ার ৮৩.২ মিলিয়ন। দ্বিতীয় স্থান শ্রদ্ধার। এর পর রয়েছেন আলিয়া ভাট (৭২.৪ মিলিয়ন), দীপিকা পাডুকোন (৬৯.৯ মিলিয়ন), ক্যাটরিনা কাইফ (৬৮.৪ মিলিয়ন)। শ্রদ্ধার বিশেষ এই পোস্টে লাইক করেছেন তাঁর ভক্তাসহ আলিয়া, ভিকি কৌশল, কিয়ার আডবাণীর মতো অনেকে সহঅভিনেতারা।
শ্রদ্ধা সদ্য আর একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তিনি তাঁর আসন্ন ছবি ‘স্ত্রী ২’র শুটিং শুরু হবে জানিয়েছেন। অমর কৌশিক পরিচালিত ‘ভেড়িয়া’ ছবির ‘ঠুমকেশ্বরী’ গানের শেষে দেখা যায় তাঁকে। যেখানে তিনি তাঁর হিট ছবি ‘স্ত্রী’র সিক্যুয়েল আসছে জানান। এই গানের পর্দার পিছনের একটি ভিডিয়ো দিয়ে তিনি কতটা উত্তেজিত তা দেখিয়েছেন। রয়েছে ক্যাপশন, “এটা আমার জন্য খুবই উত্তেজনাপূর্ণ কারণ আমরা খুব শীঘ্রই ‘স্ত্রী ২’ শুরু করতে যাচ্ছি। এই ছবিতে বরুণ ধাওয়ান থাকতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে। এছাড়া শ্রদ্ধা প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন লভ রঞ্জন পরিচালিত নাম ঠিক না হওয়া ছবিতে। এই ছবি দিয়ে বনি কাপুর সিনেমায় ডেবিউ করতে চলেছেন। তিনি রণবীরের বাবা চরিত্রে অভিনয় করবেন। ‘নাগিন’ ট্রিলজি ছবির অংশ শ্রদ্ধা এমন খবরও রয়েছে।